রাজধানী কাবুলের কাছে অবস্থিত ‘নারাখ’জেলা নিয়ন্ত্রণে নিয়েছেন তালিবান

1
1160
রাজধানী কাবুলের কাছে অবস্থিত ‘নারাখ’জেলা নিয়ন্ত্রণে নিয়েছেন তালিবান

আফগানিস্তানের ময়দানে ওয়ার্দাক প্রদেশের কৌশলগত জেলা নারাখ বিজয় করে নিয়েছেন তালিবান মুজাহিদগণ।

রিপোর্ট অনুযায়ী, ময়দানে ওয়ার্দাকের প্রাদেশিক রাজধানী থেকে মাত্র ৭ কি.মি. দূরে অবস্থিত প্রদেশটির কৌশগত জেলা “নারাখ”। কয়েকদিন ধরে তালিবান মুজাহিদগণ জেলাটি অবরোধ করে রেখেছিলেন। অতঃপর গত ১১ মে বিকেলে জেলাটি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়েছেন তালিবান মুজাহিদিন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার এক দিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছাকাছি এ জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। তারা মঙ্গলবার নিশ্চিত করেছেন যে ওয়ার্ডাক প্রদেশের নারাখ জেলা দখল করেছেন।

এক সপ্তাহের মধ্যে তালেবানদের কাছে পতন হওয়া দ্বিতীয় জেলা নারাখ। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে জানিয়েছেন, ‘মাইদানের ওয়ার্ডাক প্রদেশের নারাখ জেলায় অবস্থিত পুলিশ সদর দপ্তর, গোয়েন্দা বিভাগ ও সেখানে থাকা বিশাল সেনাঘাঁটি- সবই আমাদের নিয়ন্ত্রণে এসেছে।’

তিনি আরো বলেন, এতে অনেক শত্রু সেনা মারা গেছে বা আহত হয়েছে। এছাড়াও অনেক সেনাকে জীবিত বন্দী করেছেন মুজাহিদগণ।

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে বাকি সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | পাক-তালিবানের পৃথক হামলায় ৪ এরও বেশি মুরতাদ সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট | আফগান জনগনের মাঝে আমীরুল মু’মিনিনের ঈদ বার্তা বিতরণ