ইন্তেকাল করেছেন আল্লামা জুনাইদ বাবুনগরী

1
1239
ইন্তেকাল করেছেন আল্লামা জুনাইদ বাবুনগরী

হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী জানান, বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটে আল্লামা বাবুনগরী শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।
৭৩ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার ইন্তেকালের খবরে হাটহাজারীসহ সকল স্থানে শোকের ছায়া নেমে আসে। তার শত শত ছাত্র কান্নায় ভেঙে পড়েন।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি | ডোজো মিলিশিয়াদের উপর আল-কায়দার হামলা, নিহত ২২, আহত অনেক
পরবর্তী নিবন্ধ৪০ ভাগ নারী পুলিশ পুরুষ সহকর্মীদের যৌন হয়রানির শিকার