পাকিস্তানের মাহমান্দ এজেন্সী ও ওয়াজিরিস্তানে দেশটির মুরতাদ বাহিনীর উপর দুটি সফল হামলা চালিয়েছেন টিটিপির মুজাহিদগণ। এতে মুরতাদ বাহিনীর ১টি গাড়ি ধ্বংসসহ ৬ সেনা নিহত এবং অপর ২ সেনা আহত হয়েছে।
সূত্র মতে, গত মঙ্গলবার সন্ধ্যায় মাহমান্দ এজেন্সীর পান্ডাইলাই সীমান্তের দোয়াই-জাই এলাকায় অবস্থিত পাকিস্তান মুরতাদ বাহিনীর একটি পুলিশ পোস্টে সফল হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এতে প্রথমে ১ পুলিশ সদস্য নিহত এবং ৩ এরও বেশি পুলিশ সদস্য আহত হওয়ার সংবাদ জানা যায়। পরে স্থানীয় গণমাধ্যম জানায়, টিটিপির জানবায মুজাহিদিন কর্তৃক পরিচালিত উক্ত সফল হামলায় কমপক্ষে ৪ পুলিশ সদস্য নিহত এবং আরও ২ সদস্য আহত হয়েছে।
একইদিন পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের মাকিন সীমান্তের স্পিন কামার এলাকায় অবস্থিত মুরতাদ সেনাদের একটি ঘাঁটিতে কয়েক দফা বোমা হামলা চালান মুজাহিদগণ। যা সফলভাবে ঘাঁটিতে বিস্ফোরিত হয়। ফলে ঘাঁটিতে থাকা ২ সেনা নিহত এবং ১ টি গাড়ি ধ্বংস হয়ে যায়।
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মোহাম্মদ খোরাসানি হাফিজাহুল্লাহ্ বরকতময় উভয় হামলা তথ্য নিশ্চিত করেছেন।