যুদ্ধবিরতি শেষে পাক-তালিবানের প্রথম হামলা : অফিসারসহ নিহত ২

আলী হাসানাত

0
1592
যুদ্ধবিরতি শেষে পাক-তালিবানের প্রথম হামলা : অফিসারসহ নিহত ২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার টাঙ্ক জেলায় দেশটির গাদ্দার পুলিশ বাহিনীর উপর একটি হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ অফিসারসহ ২ গাদ্দার সদস্য নিহত এবং অন্য ১ গাদ্দার আহত হয়েছে।

হামলার সত্যতা নিশ্চিত করে, জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) ডাঃ এহসানউল্লাহ জানিয়েছে যে, মোটরসাইকেলে আরোহী সশস্ত্র ব্যক্তিরা টহলরত পুলিশ সদস্যদের টার্গেট করে হামলাটি চালিয়েছে। আহত ও নিহত গাদ্দার পুলিশ সদস্যদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা পুলিশ অফিসার (ডিপিও) দম্ভ প্রকাশ করে বলেছে যে, হামলাকারীদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।

পাকিস্তানে ইসলামিক শরিয়াহ্ ব্যবস্থা ফিরিয়ে আনতে দীর্যদিন যাবত সংগ্রাম করে যাচ্ছেন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এনিয়ে সম্প্রতি তাঁরা সরকারের সাথেও বৈঠক এবং এক মাসের একটি যুদ্ধবিরতিও পালন করেছেন।

কিন্তু পাকিস্তান সরকার যুদ্ধবিরতি উপেক্ষা ও আলোচনাকে অবজ্ঞা করায় টিটিপি’র ইসলামি প্রতিরোধ যোদ্ধারা পূণরায় লড়াইয়ের পথ বেছে নিয়েছেন। সেই ধারাবাহিতায় তাঁরা আজকে টাঙ্ক জেলায় তাদের প্রথম আক্রমণ চালিয়েছেন।

তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মুখপাত্র- মোহাম্মদ খোরাসনী (হাফি:) তাঁর এক টুইট বার্তায় হামলার সংবাদটি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক বাবরি মসজিদের রায় দেয়ার পর মদ্যপান উৎসব করেছিল গগৈসহ বিচারপতিরা
পরবর্তী নিবন্ধ৪২০০ পরিবারকে খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করল তালিবান