৪২০০ পরিবারকে খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করল তালিবান

ত্বহা আলী আদনান

2
1662
৪২০০ পরিবারকে খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করল তালিবান

আফগানিস্তানে ইসলামিক ইমারত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নবগঠিত তালিবান সরকার দেশটির অভাবী ও দরিদ্র পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছেন।

এরই ধারাবাহিতায় ইমারতে ইসলামিয়ার ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’ বাদঘিস প্রদেশে চলতি মাসে ধারাবাহিক সহায়তা পর্ব শুরু করেছেন। ইতিমধ্যে তাঁরা প্রদেশটির আটাশ ও আবকামারি জেলায় ১১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন

অপরদিকে লোঘার প্রদেশের বারাকি-বারাক জেলার ২০০০ দরিদ্র পরিবারকেও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। যার মধ্যে তেল, ডাল, চাল এবং লবন রয়েছে।

এদিকে পাঞ্জশিরের শরণার্থী বিষয়ক পরিচালক মৌলভী মোহাম্মদ আজিজ মোহাম্মদী বলেন, তুরস্কের আর্থিক সহায়তায় প্রদেশের ৫০০ অভাবী পরিবারকে খাদ্য সামগ্রী ও একটি করে কম্বল দেওয়া হয়েছে।

এমনিভাবে হেলমান্দ প্রদেশের ‘আইআরসি’ শরণার্থী বিষয়ক বিভাগের সহযোগিতায়, প্রদেশটির নওজাদ জেলার ৬০০ অভাবী পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২৬০০০ আফগান অর্থ দেওয়া হয়েছে৷

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি শেষে পাক-তালিবানের প্রথম হামলা : অফিসারসহ নিহত ২
পরবর্তী নিবন্ধশত্রুবাহিনীর পলায়ন, সংঘর্ষ ছাড়াই আরো ২টি শহর আশ-শাবাবের নিয়ন্ত্রণে