গত ১৬ এপ্রিল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে হিন্দুদের একটি ধর্মীয় মিছিল থেকে স্থানীয় মুসলিমদের উপরে হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। এ ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় মুসলিম ব্যক্তি আহত হন।
হনুমান জয়ন্তীর শোভাযাত্রা চলাকালীন পাথর ছোড়ার অভিযোগ তোলে মুসলিমদের উপর হিন্দুত্ববাদীরা হামলা চালায়। এলাকার মুসলিম বাসিন্দারা জানিয়েছেন হিন্দুরা শোভাযাত্রা করে আসার সময় অশান্তি তৈরি করে। তারাই প্রথম সংঘর্ষ বাধায়।
পরে নয়াদিল্লির শহরতলী জাহাঙ্গীরপুরীতে মিছিল চলাকালীন মুসলিমদের উপর সহিংসতা ছড়িয়ে পড়ে।
গত সপ্তাহান্তে হিন্দু উৎসব রাম নবমীর সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল তার পরে স্থানীয় কর্তৃপক্ষ মধ্য প্রদেশ রাজ্যে ‘দাঙ্গাকারী’ অভিযোগে মুসলিমদের বাড়িঘর ও দোকান ভেঙে দিয়েছে। মোদির নিজ রাজ্য গুজরাটেও কর্তৃপক্ষ মুসলিমদের অনেক দোকান ভেঙে দিয়েছে।
উল্লেখ্য, দুই বছর আগে দিল্লিতে হিন্দু-মুসলিম ভয়াবহ পগরমে ৫৩ জন মারা গেছে, যাদের বেশিরভাগই মুসলিম। এ ছাড়াও আহত হয়েছিলেন আরও অন্তত ৬১৯ জন।
তথ্যসূত্র:
1. Clashes erupt in India’s New Delhi during Hindu procession
– https://tinyurl.com/4fb85dfb
2. Indian police arrest 14 in New Delhi after communal violence
– https://tinyurl.com/ps8hsyf8
3. India: Muslim group takes ‘dangerous bulldozer politics’ to court
– https://tinyurl.com/ps8hsyf8