কাশ্মীরে ইয়াসিন মালিকের অন্যায় সাজার প্রতিবাদে বিক্ষোভ: ইউএপিএর অধীনে ১০ মুসলিমকে গ্রেপ্তার করল হিন্দুত্ববাদী প্রশাসন

0
929
কাশ্মীরে ইয়াসিন মালিকের অন্যায় সাজার প্রতিবাদে বিক্ষোভ: ইউএপিএর অধীনে ১০ মুসলিমকে গ্রেপ্তার করল হিন্দুত্ববাদী প্রশাসন

জম্মু ও কাশ্মীরের ইয়াসিন মালিককে এনআইএ আদালতের সাজা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার পরে বৃহস্পতিবার কঠোর বেআইনি (ক্রিয়াকলাপ) প্রতিরোধ আইনের অধীনে দশজনকে গ্রেপ্তার করে হিন্দুত্ববাদী প্রশাসন।

বুধবার মালিকের বাড়ির বাইরে “দেশবিরোধী” স্লোগান দেওয়ার এবং পাথর নিক্ষেপ করার ঠুনকো অভিযোগে তাদের গ্রেপ্তার করে।

একটি বিশেষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত এখন নিষিদ্ধ জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিককে ” ‘জঙ্গি’ কার্যকলাপের জন্য অর্থায়ন” সংক্রান্ত একটি মনগড়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

প্রধান শহর শ্রীনগর এবং মালিকের বাড়ি শহর মাইসুমা সহ উপত্যকার বেশ কয়েকটি এলাকায়, মালিকের বিরুদ্ধে সাজা ঘোষণার আগে মুসলিম দোকানদাররা প্রতিবাদ হিসেবে তাদের দোকানের শাটার নামিয়ে দেয়। অন্যায়ের প্রতিবাদ করায় বিক্ষোভকারীদের উপর হিন্দুত্ববাদী পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এটাই হিন্দুত্ববাদী ভারতের আসল চিত্র। মুসলিমরা অন্যায়ে প্রতিবাদ করলেও জুলুমের শিকার হতে হয়। তাই হক্বপন্থী উলামায়ে কেরাম গণতান্ত্রিক পন্থায় প্রতিবাদ না করে নববী মানহাজ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র
—-
1.Protests over Yasin Malik’s sentencing: 10 arrested under UAPA in Kashmir
https://tinyurl.com/ddh8a48m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলাদাখে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ৭ দখলদার সেনা নিহত, আহত ১৯
পরবর্তী নিবন্ধহেলিকপ্টার থেকে বুরকিনা সেনাদের উপর আল-কায়েদার হামলায় ৯ সেনা নিহত, বিপুল গনিমত লাভ