ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২১ ফেব্রুয়ারি, ২০২৪

0
95

এমএসএফ (ডাক্তারদের সংগঠন) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সুনির্দিষ্টভাবে জানার পরও এমএসএফের একটি ভবনে হামলা চালিয়েছেন। এতে এমএসএফের স্টাফদের পরিবারের দুই জন নিহত হয়েছেন।

মধ্য গাজায় নুসেইরাতে জায়োনিস্ট বাহিনীর হামলায় ১০ জন নিহত হয়েছেন।

উত্তর গাজায় হাজার হাজার শিশু খালি প্লেট নিয়ে খাবারের আশায় লাইনে দাঁড়িয়ে আছে।

গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের ব্যাপারে জিজ্ঞাসা করলে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলেস বলেছে, আমাদের উচিত তাদের (ফিলিস্তিনি শিশুসহ) সবাইকে হত্যা করা!

২১শে ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 গাজা শহরের আল-জায়তুন এলাকায় এক ইসরায়েলি সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন। এতে সরাসরি গুলিবিদ্ধ হয়ে সে আহত হয়েছে।

🔻 জায়তুন এলাকার দক্ষিণে ইয়াসিন ১০৫ দিয়ে মারকাভা-৪ ট্যাংকে টার্গেট করেছেন।

🔻 খান ইউনিসের পশ্চিমে আমাল এলাকার উত্তরে জায়োনিস্ট বাহিনী একটি ভবনে অবস্থান নিয়েছিল। তাদের উপর টিবিজি দুর্গবিধ্বংসী রকেট দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে ৩ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে।

🔻 খান ইউনিসের আমাল এলাকার পশ্চিমে ইয়াসিন ১০৫ দিয়ে জায়োনিস্ট এপিসিতে হামলা চালিয়েছেন।

🔻 খান ইউনিসের হাউয়াজ এলাকায় টিবিজি দুর্গবিধ্বংসী রকেট দিয়ে হামলা চালিয়েছেন দুটি ভবনে। ভবন দুটিতে অবস্থান করছিল জায়োনিস্ট বাহিনীর দুটি দল।

🔻 হাউয়াজ এলাকায় জায়োনিস্ট বাহিনীর স্পেশাল ফোর্স একটি ভবনে অবস্থান নিয়েছিল। এদের উপর আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদিন। এরপর তীব্র সংঘর্ষে জায়োনিস্ট বাহিনীর ৪ সদস্যকে কাছাকাছি অবস্থান থেকে হত্যা করেছেন মুজাহিদগণ এবং বাকিদের আহত করেছেন।

🔻 আমাল এলাকার পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর ২টি সামরিক যানে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন।

🔻 দক্ষিণ গাজার হাউয়াজ এলাকায় শাবাজ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি মারকাভা ট্যাংকে হামলা করেছেন মুজাহিদগণ।

🔻গাজা শহরের জায়তুন এলাকায় সালাহ আদ-দ্বীন রাস্তায় একটি মারকাভা ট্যাংকে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন।

🔻জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র সংঘর্ষে জড়িয়েছেন ‍মুজাহিদগণ। এসময় জায়োনিস্ট বাহিনীর উপর কিছু মর্টার শেল নিক্ষেপ করেছেন। জায়োনিস্ট সামরিক যানে হামলা চালিয়েছেন ইয়াসিন ১০৫ রকেট এবং শাবাজ বিস্ফোরক ডিভাইস দিয়ে। ঘটনার পর জায়োনিস্ট বাহিনীর হেলিকপ্টার এবং সামরিক যান ঘটনাস্থল থেকে তাদের হতাহতদের উদ্ধার করতে দেখা গেছে।

আল-কুদুস ব্রিগেড:

🔻 জায়তুন এলাকায় ছাকিব ব্যারেল বোমা দিয়ে ২টি জায়োনিস্ট সামরিক যানকে ধ্বংস করা হয়েছে।

🔻জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

আল-আকসা ব্রিগেড:
🔻 পূর্ব গাজা এলাকায় এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।

🔻জায়তুন এলাকায় তানডেম রকেট দিয়ে জায়োনিস্ট সামরিক যানে হামলা চালিয়েছেন। এতে কতিপয় জায়োনিস্ট সৈন্য হতাহত হয়েছে এবং সামরিক যানটি অচল হয়ে গেছে।

🔻জায়তুন এলাকায় জায়োনিস্ট সৈন্য এবং সামরিক যানের উপর মর্টারশেল এবং স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।

🔻জায়তুন এলাকায় ইসরায়েলি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।

🔻খান ইউনিসের পশ্চিমে জায়োনিস্ট সৈন্য সমাবেশ এবং সামরিক যানের উপর মর্টার শেল নিক্ষেপ করেছেন।

🔻গাজার পূর্বাঞ্চলে একটি জায়োনিস্ট কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করে সেটি জব্দ করেছেন।

🔻আল-হাউয়াজ এলাকায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে মেশিনগান ব্যবহার করে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এসময় কতিপয় জায়োনিস্ট সৈন্য হতাহত হয়েছে।

উমার আল-কাসিম বাহিনী:

🔻জায়তুন এলাকায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন। জায়োনিস্টদের সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।

🔻আল-আমাল এলাকার উত্তরপশ্চিমে জায়োনিস্ট সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন

মুজাহিদিন ব্রিগেড:

🔻জায়োনিস্ট বাহিনীর দুটি সামরিক যানে দুটি ট্যাংক বিধ্বংসী মাইন হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।

🔻গাজার দক্ষিণপূর্বাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।

🔻 আল-কাসসাম ব্রিগেডের সাথে এক যৌথ অভিযানে জায়তুন এলাকায় আগ্রাসন চালানো জায়োনিস্ট বাহিনীর অবস্থানে হামলা চালিয়েছেন। এসময় তারা জায়োনিস্টদের উপর মর্টার শেল নিক্ষেপ করেছেন। এতে শত্রুরা হতাহত হয়েছে। শত্রু সৈন্যদের উদ্ধারে হেলিকপ্টার ঘটনাস্থলে এসেছে।

🔻জায়তুন এলাকায় উপযুক্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এই যুদ্ধে জায়োনিস্ট বাহিনীর কতিপয় সৈন্য সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে হতাহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাবিতে প্রাধ্যক্ষকে লাশ ফেলার হুমকি, ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা
পরবর্তী নিবন্ধসাতটি শহরে মুখোমুখি লড়াইয়ে মোগাদিশু বাহিনী ও আশ-শাবাব