• সিআই ডিরেক্টর বিল বার্নস চুক্তি বিষয়ক আলোচনার জন্য কায়রোতে যেতে পারে। ইতঃপূর্বে নেতানিয়াহুকে দ্রুতই চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিয়েছে বাইডেন!
• গতরাতে আল-আকসা মসজিদ থেকে দুই যুবককে গ্রেফতার করেছে জায়োনিস্ট বাহিনী।
• ইসরায়েলি কারাগার থেকে ১০১ জন ফিলিস্তিনি গাজায় ফিরেছেন। তবে তাদের শরীরে রয়েছে অত্যাচারের চিহ্ন, অনেকেই আহত।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,০৩৭ জন ফিলিস্তিনি।
• মধ্য গাজার দেইর আল-বালাহতে ‘ইয়াসিন ১০৫ রকেট’ দিয়ে জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।
• কিসসুফিমে জায়োনিস্ট দখলদারদের অবস্থানে রকেট হামলা চালিয়েছেন আবু আলী মুস্তফা ব্রিগেড।
• খান ইউনিসে একটি ভবনে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট স্পেশাল বাহিনী। তাদের উপর একটি বর্মবিধ্বংসী ও দুর্গবিধ্বংসী গোলা দিয়ে হামলা চালান আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। একই জায়গায় যোদ্ধারা একটি জায়োনিস্ট ট্যাংক বারক-শক বিস্ফোরক ডিভাইস দিয়ে ধ্বংস করেন।
• খান ইউনিসে একটি জায়োনিস্ট ড্রোন ভূপাতিত করে সেটি নিয়ন্ত্রণে নিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• খান ইউনিসের পশ্চিমে আল-আরিশিয়া এলাকা এবং আল-আমাল হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-কুদুস ব্রিগেড।
• খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• পশ্চিম তীরের জেনিনে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।