আশ-শাবাবের বিরুদ্ধে চলমান যুদ্ধে কেনিয়াকে বায়রাক্টার টিবি-২ ড্রোন দিলো তুরস্ক

0
188

ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের অগ্রগতি রুখতে মরিয়া পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। এই লক্ষ্য দেশটির সেনাবাহিনী তুরস্ক থেকে ৬টি Bayraktar TB2 সশস্ত্র চালকবিহীন আকাশযান পেয়েছে।

স্থানীয় সূত্রমতে, গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার, তুরস্কের দেওয়া Bayraktar TB2 আকাশযানগুলো কেনিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (NIS) কাছে হস্তান্তর করা হয়েছে। NIS কর্তৃক জানানো হয়, TB2 ড্রোনগুলো শীঘ্রই আশ-শাবাবের বিরুদ্ধে বিমান হামলায় ব্যবহার করা শুরু হবে।

এই লক্ষ্যে, কেনিয়ার অপারেটররা আগস্ট মাসে TB2 ব্যবহার করার জন্য তুরস্কে প্রশিক্ষণ নেওয়া সম্পন্ন করেছে। এর আগে কেনিয়ান বাহিনী আশ-শাবাবের বিরুদ্ধে TAI Anka-S MALE মানববিহীন আকাশযান (ড্রোন) ব্যবহার করতো। আশ-শাবাবের অজুহাতে কেনিয়ান বাহিনী এসব ড্রোন হামলার মাধ্যমে বেসামরিক লোকদের উপর অনেক গণহত্যা চালিয়েছে।

এই হামলাগুলোর পর কেনিয়ার সেনাবাহিনী দাবি করে যে, তারা আল-শাবাবকে লক্ষ্যবস্তু করছে, কিন্তু দেখা যাচ্ছে এসব বোমা হামলায় অনেক বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।


তথ্যসূত:
– https://tinyurl.com/yv689nes

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় আশ-শাবাবের সামরিক অভিযান অব্যাহত
পরবর্তী নিবন্ধপাকিস্তান সেনাবাহিনীর ১৫টি পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছে টিটিপি মুজাহিদিন