
সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় গত ৬ মার্চ ৫৩৩ জন সেনাসদস্যকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক ট্রেনিং কমান্ডে ৪৫৭ জন সেনাসদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচির মেয়াদ ছিল ৪ মাস। এতে সদস্যগণ পদাতিক, আর্টিলারি, সাঁজোয়া ও বিমান প্রতিরক্ষা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ লাভ করেছেন। সীমান্ত রক্ষা ও দ্বীনের প্রতি অবিচল থাকতে সেনাসদস্যদের আহ্বান জানান শিক্ষা ও কর্মী বিভাগের উপপরিচালক মৌলভী বাজ মুহাম্মদ হামিদি হাফিযাহুল্লাহ। এছাড়া অনুষ্ঠানে আর্টিলারি বাহিনীর বর্ধিত কৌশলগত পরিকল্পনা ও নির্ভুল আক্রমণ সক্ষমতা তুলে ধরেছেন কমান্ডার মৌলভী নাসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ।
এছাড়া তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিট ও আঞ্চলিক কোরের প্রতিনিধিত্বকারী মোট ৭৬ জন তরুণ সদস্য হযরত আবু দুজানা বিন খারশা কমান্ড একাডেমিতে সফলভাবে তাদের পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উক্ত একাডেমি হযরত আবু উবাইদা বিন জাররাহ রাযিয়াল্লাহু আনহু জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত। এটি ছিল ৬ সপ্তাহের একটি কঠোর প্রশিক্ষণ কর্মসূচি।
সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে একাডেমির কমান্ডার আব্দুল নাসের হাফিযাহুল্লাহ সহ অসংখ্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সদস্যদের দক্ষতা অর্জন চালিয়ে যেতে, আমিরের আনুগত্য, তাকওয়া হাসিল ও ইসলামি ব্যবস্থা হেফাজতে সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহিত করেছেন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে দেশের স্বাধীনতা ও ইসলামি মূল্যবোধ রক্ষায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য প্রশিক্ষণ লাভকারী সদস্যগণ।
তথসূত্র:
1. 457 Afghan National Defense Personnel Graduate from Combat Training
– https://tinyurl.com/yysen87b
2. Over 70 Young Personnel Graduate from Military Training
– https://tinyurl.com/3nmwex3k