
ইসরায়েল এবং ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করছে শতশত মার্কিন নাগরিক। ট্রাম্প প্রশাসন এই সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে যার বিরোধিতা করেছে বিক্ষোভকারীরা। তারা আহ্বান জানিয়েছেন যে, মার্কিন প্রশাসন যেন এই সংঘাতে আরও গভীরভাবে সম্পৃক্ত না হয়।
১৯ জুন (বৃহস্পতিবার), এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
এবার এই সংঘাত নিয়ে স্বয়ং মার্কিন নাগরিকরাও রাস্তায় নেমেছে। নিউ ইয়র্ক ও হোয়াইট হাউসের সামনে তারা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে এসব মার্কিন নাগরিকরা ইরানে বোমা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
এ সময় তাদের হাতে ‘ইরানে কোনো যুদ্ধ নয়’ সংবলিত ফেস্টুন দেখা যায়। এছাড়া, তারা যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিক্ষোভকারীদের অনলাইনে পোস্ট করা ভিডিও অনুসারে, ম্যানহাটনের রাস্তায় শত শত মানুষ মিছিল করেছে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে ইরানের ওপর মার্কিন হামলার হুমকির পাশাপাশি গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি সমর্থনের নিন্দা জানিয়েছে।
তথ্যসূত্র:
1. Anti-war protest, organized by pro-Iranian group, underway at Lafayette Park in DC
– https://tinyurl.com/3en2wcv8
2. Youth protest outside White House against war with Iran | ABS-CBN News
– https://tinyurl.com/4ht7unfe