
২২ জুন, রবিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। শহীদদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীও রয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকাটিতে শহীদের মোট সংখ্যা প্রায় ৫৬ হাজারে পৌঁছে গেছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৫ হাজার ৯৫৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রবিবার আরও ৫১টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং নতুন করে আহত হয়েছেন ১০৪ জন। সব মিলিয়ে ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ২৪২ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে রয়েছে। উদ্ধারকারীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।
তথ্যসূত্র:
1. Gaza death toll nears 56,000 amid Israel’s genocidal war on Palestinians
– https://tinyurl.com/5n85npp2