সোমালিয়ার হিরান রাজ্যে শত্রু বাহিনীর উপর শাবাবের ভারী আক্রমণ: হতাহত ৭২ শত্রু সেনা

0
121

মধ্য সোমালিয়ার হিরান রাজ্যে কয়েকদিন ধরেই তীব্র যুদ্ধ সংঘটিত হচ্ছে। হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন এই অঞ্চলে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনী এবং তাদের সমর্থিত “মাওয়েসলি” মিলিশিয়াদের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ চালাচ্ছেন। এতে মোগাদিশু বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে।

সেই ধারাবাহিকতায় গত ২২ জুন রবিবার সকালে, হিরান রাজ্যের “আইল কোহলি” এলাকায় মোগাদিশু বাহিনীর একটি অবস্থানে ভারী অতর্কিত আক্রমণ চালান শাবাব মুজাহিদিনরা। এসময় উভয় বাহিনী মুখোমুখি তীব্র লড়াইয়ে অবতীর্ণ হয় এবং কয়েক ঘন্টা যাবৎ তা চলতে থাকে।

মোগাদিশু বাহিনী কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও আশ-শাবাবের কৌশলি আক্রমণের সামনে তা ব্যর্থ হয়। ফলশ্রুতিতে এদিন মুজাহিদদের আক্রমণে মোগাদিশু বাহিনী ও তাদের মিত্র মাওয়েসলি মিলিশিয়া বাহিনীর অন্তত ৩৩ সৈন্য নিহত হয়। এছাড়াও আরও ৩৯ সৈন্য আহত হয়। অন্য সৈন্যরা জীবন বাঁচাতে অসংখ্য সামরিক সরঞ্জাম ফেলে রেখেই পালিয়ে যায়, যা যুদ্ধ শেষে মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/38v3ra3f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরানে অ্যাম্বুল্যান্সে সন্ত্রাসী ইসরায়েলের ড্রোন হামলায় নিহত ৩
পরবর্তী নিবন্ধইসলামী অর্থনীতি ব্যবস্থার আলোকে উন্নত ও সমৃদ্ধ আফগানিস্তান গঠনের প্রত্যয়