
ইসরায়েলি পতাকা পদদলিত করার প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে রাস্তায় ইসরায়েলের পতাকার গ্রাফিতি আঁকার কারণে তিন কাশ্মীরি কিশোরীকে থানায় তুলে নিয়ে গিয়ে হেনস্তা করেছে ভারতের ইসরায়েলপন্থী উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।
গত ২৪ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের জাদিবাল এলাকায় এই ঘটনাটি ঘটে। গাজায় চলমান ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে ওই তিন কিশোর দখলদার ইসরায়েলের পতাকার গ্রাফিতি আঁকেন। এরপরই ভারতীয় প্রশাসন তাদের জিজ্ঞাসাবাদের নামে থানায় নিয়ে মানসিকভাবে নির্যাতন করে।
প্রতিবেদনে আরও বলা হয়, কাশ্মীরে ইসরায়েল বিরোধী যেকোনো ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করতে দখলদার প্রশাসন বরাবরই বাধা দিয়ে আসছে। গ্রাফিতি আঁকার পরপরই প্রশাসনের সদস্যরা জাদিবালের ইমামবারগাহ ফটকের সামনে আঁকা সেই প্রতীকটিও মুছে দেয়।
কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, ভারতের দখলদার প্রশাসন জায়োনিস্ট ইসরায়েল ও তাদের অপরাধের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদ, এমনকি প্রতীকী প্রতিরোধকেও নিষিদ্ধ ঘোষণা করেছে, যা উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের ইসরায়েল ঘেঁষা অবস্থানেরই বহিঃপ্রকাশ।
এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার উদ্দেশ্যে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল, যা ভারত-ইসরায়েল-আমেরিকা জোটের মুসলিমবিরোধী আগ্রাসনের একটি ভয়াবহ ইঙ্গিত।
তথ্যসূত্র:
1. Israeli flag graffiti erased in Srinagar as authorities enforce ban on anti-Zionist expression
– https://tinyurl.com/5t3eu3nz
2. Police remove Israeli flag graffiti in Srinagar
– https://tinyurl.com/y4jctpjn