বুরকিনায় ৪টি শত্রু সামরিক চৌকিতে মুজাহিদদের হামলা: অন্তত ২৩ শত্রু সেনা নিহত

0
159

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা সংশ্লিষ্ট সামরিক শাখা ‘জেএনআইএম’এর মুজাহিদিনরা বুরকিনা ফাসোতে সম্প্রতি জান্তা বাহিনীর বিরুদ্ধে ৪টি সফল অভিযান পরিচালনা করছেন। এতে বুরকিনান জান্তা বাহিনীর অন্তত ২৪ সৈন্য নিহত এবং ১ সৈন্য মুজাহিদদের হাতে বন্দী হয়েছে।

আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, গত ২২ জুন রবিবার, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা বুরকিনা ফাসোর দেদুগু রাজ্যে একটি সফল অভিযান পরিচালনা করছেন। অভিযানটি উক্ত রাজ্যের সাসি এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক চৌকি লক্ষ্য করে চালানো হয়। এতে ৬ জান্তা সদস্য নিহত হয়। এসময় মুজাহিদিনরা ৩টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল, ১৮টি মোটরসাইকেল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।

একই দিনে, মুজাহিদিনরা দেশটির বাঙ্গৌরা রাজ্যের লোগো-নেগি এলাকায় জান্তা বাহিনীর আরও একটি সামরিক চৌকিতে আক্রমণ চালান। এতে ৬ জান্তা সদস্য নিহত হয়। সেই সাথে মুজাহিদিনরা ২টি ক্লাশিনকোভ রাইফেল, ৩টি মোটরসাইকেল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।

এমনিভাবে গত ২৩ জুন সোমবার, মুজাহিদিনরা বুরকিনার তেনকুদৌগু প্রদেশের বিসগা গ্রামে একটি শত্রু সামরিক চৌকিতে সফল আক্রমণ চালান। এতে ৬ বুরকিনান জান্তা সদস্য নিহত হয় এবং অন্য ১ সৈন্য মুজাহিদদের হাতে বন্দী হয়। এই অভিযান শেষে মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেন ১টি বিকা, ৭টি ক্লাশিনকোভ, ৮টি মোটরসাইকেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।

সফল এই অভিযানের একদিন পর (২৪ জুন মঙ্গলবার), মুজাহিদিনরা দেশটির কিয়া রাজ্যের বাসৌম এলাকায় জান্তা বাহিনীর আরও একটি সামরিক চৌকিতে আক্রমণ চালান। মুজাহিদদের এই অভিযানে জান্তা বাহিনীর ৫ সৈন্য নিহত হয়। অন্য সৈন্যরা জীবন বাঁচাতে সামরিক চৌকি ছেড়ে পালিয়ে যায়, এসময় মুজাহিদিনরা সামরিক চৌকি থেকে ১টি বিকা, ৫টি ক্লাশিনকোভ, ১টি ড্রোন এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yjxkbsc3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে দুই জন নিহত
পরবর্তী নিবন্ধমুহাররম ও আশুরায় করণীয়-বর্জনীয় বিষয়সমূহ