সাহেল অঞ্চলে জিলহজ্ব মাস জুড়ে আল-কায়েদার ৯০টি সামরিক অপারেশন: জান্তা ও রাশিয়ার ৫০৩ সৈন্য নিহত

0
285

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), দলটির মুজাহিদিনরা সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল জুড়ে হামলার পরিধি ও তীব্রতা কয়েকগুণ বৃদ্ধি করেছেন। এতে এই অঞ্চলে জান্তা বাহিনীগুলো তাদের শত শত সেনাকে হারানোর পাশাপাশি অনেক এলাকা ও সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ হারাচ্ছে।

আঞ্চলিক সংবাদমাধ্যম আয-যাল্লাকা মিডিয়া গত জিলহজ্ব মাসে সাহেল অঞ্চল জুড়ে ‘জেএনআইএম’ এর সামরিক কার্যকলাপ সম্পর্কে সংক্ষিপ্ত একটি ইনফোগ্রাফি রিপোর্ট প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে, গত ১৪৪৬ হিজরি সনের শেষ মাসে (জিলহজ্ব) দলটির মুজাহিদিনরা সাহেল অঞ্চলের ৪টি দেশের জালিম জান্তা বাহিনীগুলোর বিরুদ্ধে অন্তত ৯০টি পৃথক সামরিক অপারেশন পরিচালনা করেছেন। মুজাহিদদের এসকল অপারেশনের মধ্যে রয়েছে ৪০টি সম্মুখ যুদ্ধ, ৪১টি আইইডি বিস্ফোরণ, ৪টি অ্যাম্বুশ, ৩টি ড্রোন হামলা, ১টি ইনগিমাসী অপারেশন এবং শত্রু অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

মুজাহিদদের দুর্দান্ত এসকল সফল অভিযানে সাহেলিয়ান জান্তা বাহিনীগুলো ও তাদেরকে সমর্থনকারী রাশিয়ান বাহিনীর অন্তত ৫০৩ সৈন্য নিহত এবং আরও কয়েক শতাধিক সৈন্য আহত হয়েছে। আর বন্দী করা হয়েছে আরও ২৩ শত্রু সেনাকে। সেই সাথে মুজাহিদিনরা শত্রু বাহিনীর ১১১টিরও বেশি সামরিক যান, অসংখ্য মোটরসাইকেল ও বহু সামরিক সরঞ্জাম ধ্বংস করেছেন।

মুজাহিদদের দুঃসাহসিক এসকল অভিযানে বিপুল ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনার পর শত্রু বাহিনী অনেক এলাকা, শতাধিক সামরিক ঘাঁটি ও চেকপোস্ট ছেড়ে পালিয়ে যায়। শত্রুর এই পলায়নের পর মুজাহিদিনরা এসকল এলাকা ও সামরিক অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নেন। সফল এসকল অভিযান শেষে মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে গনিমত হিসাবে অর্জন করেন ১৭টি সাঁজোয়া যান, ১৩৯টি মোটরসাইকেল, ৫৩৩ বিভিন্ন ভারী অস্ত্র এবং ২৭টি আরপিজি সহ অন্যান্য বহু সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ত্রাণের মধ্যে মাদক মিশিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল!
পরবর্তী নিবন্ধভিডিও || আফগান সেনাবাহিনী ৫২৯টি সামরিক যান ও ৩৮টি উন্নত অস্ত্র মেরামত করেছে