বুরকিনায় ‘জেএনআইএম’এর পাল্টা আক্রমণে ৪০ জান্তা সদস্য নিহত

0
124

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে দেশটির জান্তা বাহিনীর উপর একটি ভারী পাল্টা আক্রমণ চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা। এতে দেশটির জান্তা বাহিনীর অন্তত ৪০ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা কর্তৃক প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, গত ২৭ জুন শুক্রবার, বুরকিনা ফাসোর ফাদাঙ্গুরমা প্রদেশের দিয়াবো শহরের উপকণ্ঠে ভারী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিন কর্তৃক নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে জান্তা বাহিনী অগ্রসরের চেষ্টা করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্রমতে, মুজাহিদিনরা এদিন তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে জান্তার সামরিক অগ্রযাত্রা প্রতিহত করতে ভারী অস্ত্র শস্ত্র দ্বারা তীব্র পাল্টা আক্রমণ চালান এবং মজবুত প্রতিরোধ গড়ে তুলেন। এতে করে শহরের উপকণ্ঠে জেএনআইএম ও জান্তার মধ্যে কয়েক ঘন্টার তীব্র লড়াই ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত মুজাহিদিনরা মহান রবের অনুগ্রহে জান্তা বাহিনীর সামরিক আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হন। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে জান্তা বাহিনীর অন্তত ৪০ সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়। অন্যরা জীবন বাঁচাতে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায়।

এই অভিযানে মুজাহিদিনরা জান্তা বাহিনী থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন। জব্দকৃত এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি আরপিজি, ৪টি পিকে, ৩৯টি ক্লাশিনকোভ রাইফেল এবং অন্যান্য বহু সরঞ্জাম।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/w7hfu3cy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একদিনে ২টি ইস্তেশহাদী হামলা: হতাহত কয়েক ডজন শত্রু সৈন্য
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীসহ শহীদ আরও ৭২