দখলদার ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ গাইডেড বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

0
75

গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাওয়া সত্ত্বেও দখলদার ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ গাইডেড বোমা কিট বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা সন্ত্রাসী ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন মার্কিন ডলারের গাইডেড বোমা কিট এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে।

ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, এই সম্ভাব্য অস্ত্র বিক্রির আওতায় দুর্বৃত্ত ইসরায়েল ৩ হাজার ৮৪৫টি কেএমইউ-৫৫৮বি/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) গাইডেন্স কিট পাবে যা বিএলইউ-১০৯ বোমায় ব্যবহার করা হয়।

এছাড়া ৩ হাজার ২৮০টি কেএমইউ-৫৭২ এফ/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) কিটও পাবে দেশটি যা এমকে-৮২ বোমায় ব্যবহৃত হয়। এ ছাড়া থাকবে প্রকৌশল, সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তা।

এই অনুমোদন এমন এক সময়ে এলো, যখন গাজা উপত্যকাজুড়ে বর্বর ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত ৫৬ হাজার ৫০০ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

শুধু সোমবারই বর্বর ইসরায়েলি বিমান ও কামান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৯৫ জন। লক্ষ্যবস্তু ছিল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলসহ জনবহুল এলাকা।

এই প্রেক্ষাপটে দুর্বৃত্ত ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখায় আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা তীব্র আকার ধারণ করেছে। অনেক মানবাধিকার সংগঠন ও বিশ্লেষক এই সহায়তাকে ‘যুদ্ধাপরাধে সরাসরি যুক্ত থাকার নামান্তর’ বলে অভিহিত করছেন।


তথ্যসূত্র:
1. US approves $510M sale of munitions guidance kits to Israel
– https://tinyurl.com/4j73jep6
2. Israel – Munitions Guidance Kits and Munitions Support
– https://tinyurl.com/yj427h6y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || কাশ্মীরে ভারতীয় বাহিনীর দমন অভিযান, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের ঘরবাড়ি
পরবর্তী নিবন্ধআলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন; নেট জুড়ে সমালোচনার ঝড়