
আরও এক কাশ্মীরি মুসলিমের সম্পত্তি দখলে নিল দখলদার ভারত। কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কাজ বা ভারতের স্বার্থ বিরোধী কার্যক্রমের অভিযোগে ওই মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত।
১২ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে, কাশ্মীরের বান্দিপোরা জেলার বাসিন্দা হাসির রফিক নামে এক ব্যক্তির জমি বাজেয়াপ্ত করেছে ভারতীয় প্রশাসন, যার মধ্যে রয়েছে ১ কানাল ১৮.৫ মার্লা জমি বা ৩.৫৯ কোটি টাকা মূল্যের কৃষিজমি।
হিন্দুত্ববাদী ভারতীয় পুলিশ জানিয়েছে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর অধীনে এই সম্পত্তিটি বাজেয়াপ্ত করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Indian police attach residential house, orchard land of another Kashmiri in IIOJK
– https://tinyurl.com/554hwbzw