আরও এক কাশ্মীরি মুসলিমের সম্পত্তি দখলে নিল দখলদার ভারত

0
44

আরও এক কাশ্মীরি মুসলিমের সম্পত্তি দখলে নিল দখলদার ভারত। কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কাজ বা ভারতের স্বার্থ বিরোধী কার্যক্রমের অভিযোগে ওই মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত।

১২ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে, কাশ্মীরের বান্দিপোরা জেলার বাসিন্দা হাসির রফিক নামে এক ব্যক্তির জমি বাজেয়াপ্ত করেছে ভারতীয় প্রশাসন, যার মধ্যে রয়েছে ১ কানাল ১৮.৫ মার্লা জমি বা ৩.৫৯ কোটি টাকা মূল্যের কৃষিজমি।

হিন্দুত্ববাদী ভারতীয় পুলিশ জানিয়েছে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর অধীনে এই সম্পত্তিটি বাজেয়াপ্ত করা হয়েছে।


তথ্যসূত্র:
1. Indian police attach residential house, orchard land of another Kashmiri in IIOJK
– https://tinyurl.com/554hwbzw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি বর্বরতায় গাজা এখন ‘শিশুদের কবরস্থান’
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক রেলওয়ে ইউনিয়নের ১২তম অধিবেশনে অংশগ্রহণ করল ইমারতে ইসলামিয়া