ভিডিও || আসামে উচ্ছেদ অভিযান চলাকালে দুই মুসলিমকে শহীদ করল ভারতীয় পুলিশ

0
78

ভারতের আসামের গোলপাড়া জেলায় উচ্ছেদ অভিযানের সময় পুলিশের গুলিতে দুই মুসলিম যুবক শহীদ হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। শহীদ যুবকরা হলেন, যুবায়ের আলি (২৫) এবং আলমগীর হোসেন (৩২)।

গত ১৭ জুলাই ক্লারিওন ইন্ডিয়া জানায়, প্রশাসন গোয়ালপাড়া জেলার পাইকান বনে কয়েক দশকের পুরনো বসতি জোরপূর্বক উচ্ছেদ করতে গেলে স্থানীয় মুসলিমরা বাধা প্রদান করে। এ সময় পুলিশ বাসিন্দাদের উপর পুলিশ গুলি চালায়। পুলিশের মিথ্যা দাবি, “উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়রা বাধা প্রদান করলে তারা আত্মরক্ষার্থে গুলি চালাই”।

এই ঘটনার পর এলাকাটিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকাটিতে এখন অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। এবং বেশ কয়েকজন মুসলিমকে গ্রেফতার করেছে।

শহীদদের পরিবার এবং স্থানীয় মুসলিম সংগঠনগুলি এই হত্যাকাণ্ডকে ‘পুলিশি বর্বরতা’ হিসেবে অভিহিত করেছে। তারা অভিযোগ করেছেন, উচ্ছেদ অভিযানের সময় পুলিশ দায়িত্বের সীমানা ছাড়িয়ে অতিরিক্ত সহিংসতা প্রদর্শন করেছে, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য। গোলপাড়ার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় মুসলিম নেতারা এবং মানবাধিকার সংস্থাগুলি একযোগে পুলিশের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য যে, চলতি সপ্তাহে গোলপাড়া শহরের কাছে হাসিলাবিল এলাকা থেকে অন্তত ১৪০০ বাড়িঘর ভেঙে ফেলা হয়। এবং এরপর পাইকান বন এলাকা থেকে আরও ২,৭০০টি বসতবাড়ি থেকে মুসলিমদের উচ্ছেদ করা হয়, যার ফলে হাজার হাজার মুসলিম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ করা মুসলিমদের অবৈধ অনুপ্রবেশকারী বলে আখ্যা দিয়েছে। এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:


ভিডিও লিংক: https://archive.org/details/asam-goalpara-17-07-2025


তথ্যসূত্র:
1. Police Shoot Dead Two Muslims in Assam’s Goalpara Eviction Exercise
– https://tinyurl.com/5n94t3kb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট ।। ইমারতে ইসলামিয়ার ২০৩ মনসুরী কোরে প্রশিক্ষণ সম্পন্ন করল ৫০০ জন যুবক সেনা
পরবর্তী নিবন্ধজনসাধারণের তীব্র বিরোধীতা সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যক্রম শুরুর চুক্তি স্বাক্ষর