
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চারটি জেলার ১০টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে ভারতীয় পুলিশের ভয়ঙ্কর কাউন্টার-ইন্টেলিজেন্স উইং (সিআইকে)। এই অভিযান বিশেষভাবে পরিচালিত হয় গান্দেরবাল, বুদগাম, পুলওয়ামা এবং শ্রীনগরে।
গত ১৯ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়, গান্দেরবাল জেলায় ছয়টি, বুদগামে দুটি এবং পুলওয়ামা ও শ্রীনগরে একটি করে স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ঘরের সদস্যদের হয়রানি করা হয় এবং পরিবারগুলোর ওপর ভয়ভীতি প্রদর্শন করা হয়।
ভারতীয় বাহিনী নিয়মিতই কাশ্মীরজুড়ে এ ধরনের অভিযান পরিচালনা করে, যার উদ্দেশ্য রাজনৈতিক বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করা। এসব অভিযানে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা হয়, এমনকি নারী ও শিশুরাও ভারতীয় বাহিনীর নির্যাতন থেকে রেহাই পায় না।
তথ্যসূত্র:
1. CIK raids 10 locations across IOJK
– https://tinyurl.com/yyn69tte