গাজায় মুজাহিদিনদের হাতে আরো এক দখলদার সেনা নিহত

0
62

গাজার বিধ্বস্ত ভূমিতে যখন ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল গণবিধ্বংসী আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তখন ফিলিস্তিনের মুজাহিদিনরা রচনা করছেন সাহসিকতার নতুন দিগন্ত। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এক অভিযানে গাজার দক্ষিণাঞ্চলে মুজাহিদিনদের সাথে দখলদার ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে এক সৈন্য নিহত এবং অপর এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। ইহুদিবাদী দখলদার বাহিনীর একের পর এক হতাহতের খবরে স্পষ্ট হচ্ছে—অত্যাধুনিক অস্ত্র আর পাশ্চাত্যের সমর্থন নিয়েও তারা মুজাহিদিনদের প্রতিরোধের সামনে দুর্বল হয়ে পড়েছে।

২২ জুলাই, সোমবার দখলদার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় চলমান অভিযানে গিয়ে মুজাহিদিনদের হাতে এক সৈন্য নিহত এবং অপর এক সেনা কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়েছে।
প্রেস বিবৃতিতে জানানো হয়, নিহত সৈন্যের নাম স্টাফ সার্জেন্ট আমিত কোহেন (১৯)। সে গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের সদস্য ছিল এবং ইসরায়েলের হলোন শহরের বাসিন্দা।

আল-কাসসাম ব্রিগেড একাধিক ভিডিও প্রকাশ করেছে যেখানে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনা বহরে সফল হামলার দৃশ্য দেখা গেছে। ভূমিতে স্থাপিত বিস্ফোরক ও গেরিলা কৌশলে দখলদার ইসরায়েলি সেনারা হতবিহবল হয়ে পড়ছে। গাজা শহরের পূর্বাংশে ও খান ইউনিসে একাধিক ইসরায়েলি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

গাজা আগ্রাসনে ইসরায়েলের সেনা হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। দখলদার ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হিসাব অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত ৮৯৪ সেনা নিহত এবং ৬,১০৯ জন আহত হয়েছে। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে ইহুদিবাদী দখলদার পক্ষ বরাবরের মত এ সংক্রান্ত তথ্য গোপন করে আসছে।


তথ্যসূত্র:
1. Israeli army says soldier killed, officer wounded in clashes in southern Gaza
– https://tinyurl.com/mtat4vbu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || আফগানিস্তানে আরও ৬০০ সেনা সদস্যের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানে প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি বাসের উদ্বোধন