
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ভূমি দখল প্রতিরোধ ও পুনরুদ্ধার কমিশন গত তিন মাসে ১৬টি প্রদেশে মোট ৫,১০,৪৪৭ একর সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে গত ২৬ জুলাই ইমারতে ইসলামিয়া প্রশাসন জানায়, এই জমিগুলি আফগানিস্তানের নাঙ্গারহার, কুন্দুজ, জাওজান, তাখর, ঘোর, খোস্ত, পাক্তিকা, লোগার, নিমরোজ, পাঞ্জশির, কাপিসা, সার-ই-পুল, সামাঙ্গান, বাদগিস, ময়দান ওয়ারদাক এবং বামিয়ান প্রদেশে অবস্থিত।
ইমারতে ইসলামিয়া বিচার মন্ত্রণালয় জানায়, গত তিন মাসে দেশটির ২৭টি প্রদেশে ৫,১৯,০০০ একরেরও বেশি রাষ্ট্রীয় জমি চিহ্নিত করা হয়েছে এবং ২৯টি প্রদেশে ৭,৫৯,০০০ একরেরও বেশি জমির পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ জমি আফগানিস্তানের নিমরোজ, ময়দান ওয়ারদাক এবং জাওজান প্রদেশে অবস্থিত, যেখানে ৩৭২,০০০ একরেরও বেশি জমি পুনরুদ্ধার করা হয়েছে।
এদিকে ইমারতে ইসলামিয়ার বিচার মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই প্রক্রিয়া একটি চলমান অভিযান, যার মাধ্যমে ভবিষ্যতে আরও বহু রাষ্ট্রীয় জমি দখলমুক্ত করা হবে। ইমারতে ইসলামিয়ার প্রশাসন ইতিমধ্যে হাজার হাজার একর জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে এবং সেই জমিগুলি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে হস্তান্তর করেছে।
তথ্যসূত্র:
1. درېیو میاشتو کې څه باندې ۵۱۰ زره جریبه دولتي ځمکه له غصب خلاصه شوې
– https://tinyurl.com/yytdx8xv


