আফগানিস্তানে বিগত ১ বছরে ১৪৩টি চেকবাঁধ নির্মাণ, প্রাধান্য পাচ্ছে প্রত্যন্ত অঞ্চলসমূহ

0
45

বিগত এক বছরে আফগানিস্তান জুড়ে ১৪৩টি চেকবাঁধ নির্মাণ করেছে ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়। দেশটির ১৩টি প্রদেশের ১৪২ জেলায় এই বাঁধগুলো নির্মাণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পরিচালক মির্জা মুহাম্মদ সাকিব হাফিযাহুল্লাহ জানান, এই সময়ের মধ্যে বাঁধের পাশাপাশি ৮৪২টি পানি সরবরাহ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। একই ধারাবাহিকতায় আরও ৫৫৯টি প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা চলমান রয়েছে।

চেক বাঁধগুলো নির্মাণে ৪২ কোটি ৬০ লক্ষ আফগানি ব্যয় হয়েছে। এগুলো বাস্তবায়নের প্রাথমিক উদ্দেশ্য হল পানি ব্যবস্থাপনা অনুশীলন বৃদ্ধি করা।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের অবহেলিত প্রত্যন্ত অঞ্চলসমূহকে প্রাধান্য দেয়া শুরু করেছে। অঞ্চলগুলোতে প্রয়োজনীয় পরিষেবা সরবরাহের লক্ষ্যে এখন পর্যন্ত অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।


তথ্যসূত্র:
1. افغانستان کې تېر کال ۱۴۳ د اوبو بندونه جوړ شوي
– https://tinyurl.com/yc3s9e2y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া প্রশাসন তিন মাসে ৫,১০,৪৪৭ একর সরকারি জমি দখলমুক্ত করেছে
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে বিগত ১ বছরে পরিচালিত হয়েছে ১৪ হাজার বিমান ফ্লাইট