
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও ওরাকজাই এজেন্সিতে ইত্তেহাদুল মুজাহিদিন (আইএমপি) ও দেশটির জালিম সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শত্রু বাহিনীতে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) কর্তৃক জারি এক বিবৃতি থেকে জানা যায়, দলটির মুজাহিদিনরা গত ২৮ জুলাই সোমবার রাতে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে ২টি অভিযান পরিচালনা করছেন। এদিন রাতে মুজাহিদিনরা তাদের প্রথম অভিযানটি পরিচালনা করেন ওরাকজাই এজেন্সির মামোজো এলাকায়, এই এলাকায় অবস্থিত শত্রু বাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে মুজাহিদিনরা লেজার গান ব্যবহার করে আক্রমণটি পরিচালনা করেন। এতে পাকিস্তানের জালিম সেনাবাহিনীর এক সৈন্য নিহত হয়।
মুজাহিদিনরা তাদের দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন, উত্তর ওয়াজিরিস্তানের দোসলি এলাকায়। মুজাহিদিনরা এই এলাকায় অবস্থিত পাকিস্তান বাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে স্নাইপার সহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে আক্রমণটি পরিচালনা করেন। এসময় উভয় বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।
আইএমপি মুখপাত্র মুজাহিদদের এই আক্রমণে নিষ্ঠুর পাকিস্তান সামরিক বাহিনীতে প্রাণহানি ও সম্পদের ক্ষতির প্রবল সম্ভাবনার কথা জানান।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/46ppvtsm
– https://tinyurl.com/4sa892xc


