বুরকিনায় ২টি শত্রু সামরিক পয়েন্টে মুজাহিদদের হামলা: নিহত ৯ শত্রু সেনা

0
70

বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর ২টি অবস্থানে পৃথক হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এতে অন্তত ৯ শত্রু সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ২৮ জুলাই সোমবার, বুরকিনা ফাসোর তিনকুদৌগু প্রদেশের জেরমি এলাকায় একটি সফল অভিযান পরিচালনা চালিয়েছেন মুজাহিদিনরা। এই অঞ্চলে বুরকিনান জান্তা বাহিনীর একটি সামরিক পয়েন্ট লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ফলশ্রুতিতে ঘটনাস্থলে ৫ জান্তা সদস্য নিহত হয় এবং অন্যরা সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়। শত্রু বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক পয়েন্টের নিয়ন্ত্রণ, এসময় ঘটনাস্থল থেকে মুজাহিদিনরা ১টি আরপিজি, ৫টি ক্লাশিনকোভ, ১০টি মোটরসাইকেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।

এদিন লোরুম প্রদেশের সোলি শহরেও একটি সামরিক অভিযান পরিচালনা করেন মুজাহিদিনরা। শহরে অবস্থিত বুরকিনান জান্তা বাহিনীর সাথে যুক্ত বিডিপি মিলিশিয়া বাহিনীর একটি সদর দপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে ৪ মিলিশিয়া সদস্য নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। অভিযান শেষে মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে ৩টি ক্লাশিনকোভ এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2sb85dks

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়কে লাল কার্ড দেখিয়ে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধসোমালিয়া || কিসমায়ো শহরের উপকণ্ঠে শাবাবের আইইডি বিস্ফোরণ: হতাহত ৭ শত্রু সৈন্য