
বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর ২টি অবস্থানে পৃথক হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এতে অন্তত ৯ শত্রু সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ২৮ জুলাই সোমবার, বুরকিনা ফাসোর তিনকুদৌগু প্রদেশের জেরমি এলাকায় একটি সফল অভিযান পরিচালনা চালিয়েছেন মুজাহিদিনরা। এই অঞ্চলে বুরকিনান জান্তা বাহিনীর একটি সামরিক পয়েন্ট লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ফলশ্রুতিতে ঘটনাস্থলে ৫ জান্তা সদস্য নিহত হয় এবং অন্যরা সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়। শত্রু বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক পয়েন্টের নিয়ন্ত্রণ, এসময় ঘটনাস্থল থেকে মুজাহিদিনরা ১টি আরপিজি, ৫টি ক্লাশিনকোভ, ১০টি মোটরসাইকেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।
এদিন লোরুম প্রদেশের সোলি শহরেও একটি সামরিক অভিযান পরিচালনা করেন মুজাহিদিনরা। শহরে অবস্থিত বুরকিনান জান্তা বাহিনীর সাথে যুক্ত বিডিপি মিলিশিয়া বাহিনীর একটি সদর দপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে ৪ মিলিশিয়া সদস্য নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। অভিযান শেষে মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে ৩টি ক্লাশিনকোভ এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/2sb85dks


