হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীদের হামলার শিকার আজ ভারতীয় মুসলিমরা। প্রতিনিয়ত ভারত থেকে মুসলিমদের উপর নির্যাতনের খবর আসছে।
গত ১৮ই আগস্ট ডকুমেন্টিং অপ্রেশন এগেইন্সট মুসলিমস নামক বার্তাসংস্থা একটি ভিডিও শেয়ার করে জানায়, ভারতের গুজরাট রাজ্যের জিল্লা সাবারকান্থার হিমাতনগরে শাহরুখ চুহান নামে একজন মুসলিমের উপর হামলে পড়ে মুশরিক হিন্দুরা। এসময় তাকে সন্ত্রাসবাদী হিন্দুরা ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করে এবং তার উপর বর্বরোচিত হামলা চালায়।