পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার দক্ষিণ-উত্তরাঞ্চলীয় “জিযু” প্রদেশ হতে গত ১৬ ডিসেম্বর দেশটির সামরিক বাহিনীর ২১ সদস্য নিজেদেরকে আল-কায়েদা যোদ্ধাদের নিকট সমর্পণ করে দেয়। আল-কায়েদা সোমালিয়ান ভিত্তিক সংবাদ সংস্থা “আশ-শাহাদাহ” তাদের ওয়েব সাইটে উক্ত সংবাদটি নিশ্চিত করে।
আশ-শাহাদাহ সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় যে, জিযু প্রদেশ হতে ২১ সোমালিয়ান সেনা নিজেদের ভুল বুঝতে পেরে আল-কায়েদা সোমালিয়ান শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদীন এর নিকট আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তাঁরা নিজেদের যুদ্ধাস্ত্র নিয়ে মুজাহিদীনের কাছে আত্মসমর্পণ করেন।