বিজেপি’র বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ উঠেছে। অভিযোগ, হিন্দু ভোট ধরার কৌশল হাতে নিয়েছে দলটি। তাই এবার দিল্লির মসজিদ ও গোরস্থান ভাঙার হুমকি দিয়েছে পশ্চিম দিল্লির সন্ত্রাসী দল বিজেপির গুণ্ডা সাংসদ পরবেশ বর্মা।
পরবেশ বর্মা বলেছে, দিল্লিতে নির্মিত মসজিদ ও গোরস্থান ভেঙে দেওয়া হবে।
তার দাবি মুসলমানদের মসজিদ সরকারি জমিতে নির্মাণ করা হয়েছে।
পরবেশ বর্মা দাবি করেছে, সরকারি জমিতে অবৈধভাবে কোনও মন্দির বা গুরুদ্বার তৈরি হয়েছে এমনটা ঘটেনি।
শুধু মসজিদ ও কবরস্থানই তৈরি হয়েছে। আর সরকারি জমি দখল করে নির্মিত মসজিদগুলি নিশ্চিতভাবে ভেঙে ফেলা হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে পরবেশ বর্মা এই বিষয়ে অভিযোগ করার পর দিল্লির সংখ্যালঘু কমিশন একটি অনুসন্ধান কমিটি গঠন করেছিল।
শহরের মোট ৬৮টি মসজিদ, কবরস্থান, মাদ্রাসা ও ইমামবাড়া পরিদর্শন করে সেই কমিটি অবশ্য জানিয়েছিল, পশ্চিম দিল্লির সাংসদের দাবি পুরোপুরি মিথ্যে।