ইয়ামান | হুথি নেতা আবু ত্বহা ও তার ২ সহযোগী নিহত, মুজাহিদদের হাতে বন্দী আরো ৩ এরও অধিক

2
917
ইয়ামান | হুথি নেতা আবু ত্বহা ও তার ২ সহযোগী নিহত, মুজাহিদদের হাতে বন্দী আরো ৩ এরও অধিক

ইয়ামানে হুথি বিদ্রোহী নেতা আবু ত্বহা এর বাড়িতে হামলা চালিয়েছেন আনসারুশ শরিয়াহ্ এর একজন জানবায মুজাহিদ, এতে আবু ত্বহাসহ তার ২ সহযোগী নিহত হয়েছে, বন্দী করা হয়েছে তার ভাই সহ আরো ৩ এরও অধিক ব্যক্তিকে।

বিস্তারিত রিপোর্ট অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রবিবার ইয়ামানের বায়দা প্রদেশের জ্বি-নাঈম এলাকায় আবু ত্বহা নামক এক ব্যক্তির বাড়িতে একাই একজন বুন্দুকধারী আভিযান পরিচালনা করেছেন। এতে আবু ত্বহা সহ তার দুই সহযোগী নিহত হয়েছে, আহত হয়েছে তার ভাই ও একজন মহিলা। পরে হামলাকারী আহতদের সহ আরো কয়েকজনকে ঐ বাড়ি থেকে বন্দী করে নিয়ে যান।

এদিকে আল-কায়েদা আরব উপদ্বীপ ভিত্তিক শাখা আনসারুশ শরিয়াহ্ এর অফিশিয়াল ‘আল-মালাহিম’ মিডিয়া থেকে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আবু ত্বহা ছিল ইরানের মদদপোস্ট মুরতাদ হুথি বিদ্রোহীদের প্রতিরক্ষা বিভাগের একজন সিনিয়র অধিনায়ক, তার বাসায় আরো বেশ কিছু হুথি বিদ্রোহী নেতা ঐদিন একত্রিত হয়েছিল। আর ঠিক তখনই একজন জানবায মুজাহিদ উক্ত সফল অভিযানটি পরিচালনা করেছেন।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | টিটিপির স্নাইপার হামলায় ২ নাপাক সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধইয়ামান | হুথি বিদ্রোহীদের অবস্থানে ‘একিউএপি’র মর্টার হামলা, একটি ভবন ধ্বংস