ইয়ামানে মুরতাদ হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে তীব্র মর্টার হামলার ঘটনা ঘটেছে, এতে একটি ভবনের উল্লেখযোগ্য অংশ ধ্বসে পড়েছে।
‘একিউএপি’র অফিসিয়াল ‘আল-মালাহিম’ মিডিয়া কর্তৃক প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর রবিবার ইয়ামানের বায়দা রাজ্যের শাওকান এলাকায় ইরানের মদদপোস্ট মুরতাদ হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ভারি মর্টার দ্বারা হামলা চালানো হয়েছে। যার দায় স্বীকার করেছে আল-কায়েদা আরব উপদ্বীপ ভিত্তিক শাখা আনসারুশ শরিয়াহ্।
মুজাহিদদের উক্ত মর্টার হামলায় মুরতাদ হুথি বিদ্রোহীদের একটি ভবনের অনেকাংশই ধ্বসে পড়েছে। ধারণা করা হচ্ছে, এতে অনেক হুথি বিদ্রোহী হতাহতও হয়েছে।
ভাই দুইদিন যাবত দাওয়া ইলাল্লাহ ভিজিট করতে পারছি না।
কারণ জানাবেন।