মালি | মুজাহিদদের হামলায় ২ সৈন্য নিহত, আহত ৩ এরও অধিক

0
459
মালি | মুজাহিদদের হামলায় ২ সৈন্য নিহত, আহত ৩ এরও অধিক

মধ্য মালিতে আল-কায়েদা মুজাহিদিন দেশটির মুরতাদ বাহিনীর বিরুদ্ধে এক শক্তিশালী হামলা চালিয়েছে, উক্ত হামলায় কমপক্ষে ৫ সৈন্য নিহত ও আহত হয়েছে। ৩০ সে ডিসেম্বর এ হামলা চালানো হয়।

বিস্তারিত রিপোর্ট অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালির মধ্য মোপ্তি রাজ্যের কেন্দ্রস্থলে সামরিক বাহিনীর একটি ইউনিটকে টার্গেট করে সফল হামলা চালান জিএনআইএম(JNIM) মুজাহিদগণ। রজ্যটির দাওয়ানজার শহরের একটি ব্যাংকের সামনে এই হামলার ঘটনা ঘটে। যাতে দেশটির ন্যাশনাল গার্ডের ২ সদস্য নিহত এবং ৩ এরও অধিক অন্য সদস্যরা আহত হয়েছে।

IMG-20201218-132322

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমসজিদে নববীতে যিয়ারত ও রিয়াজুল জান্নায় শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা: আলিমদের ফতোয়া
পরবর্তী নিবন্ধকেনিয়ার আরো একটি জেলা ও পুলিশ ব্যারাক নিয়ন্ত্রণে নিয়েছে আশ-শাবাব