পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশটির সামরিক বাহিনীর উপর পরিচালিত এক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১ সৈন্য নিহত এবং ২ সৈন্য আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানা গেছে, গত ২০ মার্চ বৃহস্পতিবার সকাল বেলায়, মালির কেন্দ্রীয় বুনি শহরে একটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ক্রুসেডার ফ্রান্সের গোলাম মালিয়ান মুরতাদ বাহিনীর ১ সৈন্য নিহত এবং অপর ২ সৈন্য আহত হয়েছে, আহতদের মধ্য থেকে এক সৈন্যের অবস্থা আশংকাজনক বলেও জানা গেছে।
সূত্র আরো জানায়, আল-কায়েদা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের যোদ্ধারা এই হামলাটি চালিয়েছে। এই অঞ্চলটিতে আল-কায়েদার এই শাখাটি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।