বাংলাদেশের পশ্চিম সীমান্তে সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত সন্ত্রাসী বাহিনী (বিএসএফ)। খুন হওয়া বাংলাদেশি মুসলিমরা হলেন-মোহাম্মদ হাসানুর রহমান ওরফে মান্দুলি (২৫) এবং মোহাম্মদ মুনতাজ হোসেন (৪০)।
সীমান্তে একেরপর এক বাংলাদেশি মুসলিমকে খুন করে চলেছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী বাহিনী বিএসএফ। বার বার হত্যা বন্ধের কথা দিয়েও কথা রাখে না এই বর্বর বাহিনী।
আজ (৯ অক্টোবর) ভোরে বড় বলদিয়া সীমান্তের অদূরে মুনতাজকে গুলি করে খুন করে। খুনের বিষয়টি ধামাচাপা দিতে বিএসএফের সদস্যরা মরদেহ নিয়ে যায়।
আজ ভোরেই সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় বিএসএফের গুলিতে খুন হন মোহাম্মদ হাসানুর রহমান ওরফে মান্দুলি।
স্থানীয় গ্রামবাসীরা জানান, হাছানুর ভোরে ভারতের ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের দুবলী সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পেটে লাগে। ভোর ৬টার দিকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, যুদ্ধ ব্যতীত দু’দেশের সীমান্তে পৃথিবীর কোথাও এমন হত্যাকাণ্ডের নজীর নেই। কিন্তু বাংলাদেশে হিন্দুত্ববাদীদের দালাল প্রশাসনের নমনীয়তার কারণে লাশের মিছিল শুধু বেড়েই চলেছে। তারা তাদের হিন্দুত্ববাদী প্রভুদের খুশি রেখে মুসলিমদের লাশের উপর নির্মিত মসনদ টিকিয়ে রাখতে সদা তৎপর।
তথ্যসূত্র:
——–
1. A Bangladeshi businessman was killed in firing by the Indian Border Guard Force (#BSF) at the Chuadanga border.
– https://tinyurl.com/4p99nh5t
– https://tinyurl.com/f6zdk4mu
আমাদের নিজেদেরকেই অস্ত্র হাতে তুলে নিতে হবে ।
আমাদের নিজেদেরকেই অস্ত্র হাতে তুলে নিতে হবে ।