পাকিস্তান জুড়ে টিটিপির জোরদার হামলায় ১০৭ পাকিস্তানি সেনা হতাহত

ত্বহা আলী আদনান

2
1494

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমাদের ক্রীড়নক পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। সেই সূত্র ধরেই গত মাসে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে অন্তত ৪৬টি অপারেশন পরিচালনা করছেন প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মুজাহিদগণ।

টিটিপির অফিসিয়াল উমর মিডিয়া কর্তৃক প্রকাশিত ইনফোগ্রাফিক প্রতিবেদন অনুযায়ী, মুজাহিদগণ চলতি বছরের জানুয়ারিতে দেশের ১৫টি জেলায় অন্তত ৪৬টি হামলা চালিয়েছেন। যার মধ্যে শুধু খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের ১০টি জেলাতেই ৩৯টি হামলা চালিয়েছেন মুজাহিদগণ।

প্রতিবেদন অনুযায়ী, মুজাহিদদের দুঃসাহসী এসব হামলায় গোয়েন্দা সংস্থার ৯ সদস্যসহ সামরিক বাহিনীর অন্তত ১০৭ সেনা সদস্য হতাহত হয়েছে। হতাহতদের মাঝে নিহত সেনা সংখ্যা ৪৯ এবং আহত সেনা সংখ্যা ৫৮ জন। এছাড়াও মুজাহিদদের হাতে বন্দী হয়েছে সামরিক বাহিনীর আরও ২ সদস্য।

মুজাহিদগণ তাদের দুর্দান্ত এসব অভিযানের মাধ্যমে পাকিস্তানি সামরিক বাহিনীর ৭টি গাড়ি, এবং ১টি সামরিক ক্যাম্প ধ্বংস করতে সক্ষম হয়েছেন। এসময় মুজাহিদগণ ৭টি ক্লাশিনকোভ ও অন্য ২টি ভারী অস্ত্র গনিমত পেয়েছেন।

2 মন্তব্যসমূহ

  1. আমরা তো সেই জাতি যারা প্রতিশোধ নিতে ভুল করিনা বা পথিমধ্যে নিস্তব্ধ হয়ে যাইনা।

    কাসিম আর রিমি রাহ:
    আমির ক্বায়িদাতুল জিহাদ জাজিরাতুল আরব,

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকথিত ‘সন্ত্রাসবাদের’ মিথ্যে মামলায় ২০ বছরের কারাদণ্ড, প্রমাণ না থাকায় খালাস
পরবর্তী নিবন্ধমুসলিম যুবকদের প্রতি শাইখ আইমান আয-যাওয়াহিরির আহ্বান: যেভাবে ফিলিস্তিনকে সমর্থন করবেন