ফটো রিপোর্ট || শাবাবের নিয়ন্ত্রণে আরেক শহর; অন্তত ২১৭ উগান্ডান সেনা নিহত

2
1542

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় সম্প্রতি জনপ্রিয় ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল মুজাহিদিন দখলদার উগান্ডান বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক আকারে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, এই অভিযানে নিহত উগান্ডান সৈন্য সংখ্যা ২১৭ ছাড়িয়েছে।

আশ-শাবাব কর্তৃক এই সামরিক অভিযানটি গত ২৬ মে ভোরে দক্ষিণাঞ্চলীয় বুলো মারির শহরে চালানো হয়েছে। আফ্রিকান ইউনিয়নের “এটিএমআইএস” মিশনের অংশীদার উগান্ডার সৈন্যরা সেসময় ঐ ঘাঁটিতে অবস্থান করছিল।

অভিযান শেষে উগান্ডান সামরিক ঘাঁটিটি আশ-শাবাবের নিয়ন্ত্রণে চলে আসে। পরে উগান্ডান বাহিনী বুলো-মারির শহর থেকে নিজেদের সকল সৈন্য সরিয়ে নেয়। ফলে রাজধানী মোগাদিশু থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরের এই শহরটি ২ ঘন্টার লড়াই শেষে এখন আশ-শাবাবের নিয়ন্ত্রণে। ইতিপূর্বে দীর্ঘ ১০ বছর ধরে শহরটি দখল করে রেখেছিল এটিএমআইএস বাহিনী।

ফটো রিপোর্ট একসাথে দেখুন: https://archive.org/details/img-20230529-180639-200

আশ-শাবাবের দুর্দান্ত এই সামরিক অভিযানের কিছু দৃশ্য…

 

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিম বয়েজ হোস্টেলের জন্য জমি বরাদ্দ দেওয়ায় বিজেপির প্রতিবাদ
পরবর্তী নিবন্ধইসলামের তারকাগণ || পর্ব-২৫ || শামিল বাসায়েভ রাহিমাহুল্লাহ; আগ্রাসী রাশিয়ার ঘুম কেড়ে নেওয়া এক চেচেন বীর || (দ্বিতীয় কিস্তি)