পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় সম্প্রতি জনপ্রিয় ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল মুজাহিদিন দখলদার উগান্ডান বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক আকারে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, এই অভিযানে নিহত উগান্ডান সৈন্য সংখ্যা ২১৭ ছাড়িয়েছে।
আশ-শাবাব কর্তৃক এই সামরিক অভিযানটি গত ২৬ মে ভোরে দক্ষিণাঞ্চলীয় বুলো মারির শহরে চালানো হয়েছে। আফ্রিকান ইউনিয়নের “এটিএমআইএস” মিশনের অংশীদার উগান্ডার সৈন্যরা সেসময় ঐ ঘাঁটিতে অবস্থান করছিল।
অভিযান শেষে উগান্ডান সামরিক ঘাঁটিটি আশ-শাবাবের নিয়ন্ত্রণে চলে আসে। পরে উগান্ডান বাহিনী বুলো-মারির শহর থেকে নিজেদের সকল সৈন্য সরিয়ে নেয়। ফলে রাজধানী মোগাদিশু থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরের এই শহরটি ২ ঘন্টার লড়াই শেষে এখন আশ-শাবাবের নিয়ন্ত্রণে। ইতিপূর্বে দীর্ঘ ১০ বছর ধরে শহরটি দখল করে রেখেছিল এটিএমআইএস বাহিনী।
ফটো রিপোর্ট একসাথে দেখুন: https://archive.org/details/img-20230529-180639-200
আশ-শাবাবের দুর্দান্ত এই সামরিক অভিযানের কিছু দৃশ্য…
হে আমার মহান রব! মুজাহিদদেরকে সহায়তা কর। এ জমিনে তোমার শরীয়া সাশন বাস্তবায়নে তাহাদেরকে সার্বিক সাহায্য কর।
আল্লাহ জালেমদের বিরুদ্ধে মুজাহিদদের সাহায্য করুন।