সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ২৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মাসাগাওয়ে শহরে গত সপ্তাহে একটি জোরদার সামরিক অভিযান পরিচালনা করে এটির নন্ত্রন গ্রহণ করেছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন।
স্থানীয় সূত্রমতে, ইরিত্রিয়ায় প্রশিক্ষিত সৈন্য এবং স্থানীয় মিলিশিয়াদের দ্বারা পরিচালিত একটি সামরিক ঘাঁটিতে অভিযানের মধ্য দিয়ে শহরটি বিজয়ের ধারা শুরু হয়। কয়েক ঘন্টার তীব্র লড়াইয়ে সোমালি স্পেশাল ফোর্সের অন্তত ১৪৯ সৈন্য নিহত হয়। (আন-অফিসিয়াল সূত্রমতে নিহতের সংখ্যা ২০৯ জন) এবং আরও অসংখ্য আহত হয়। নিহতদের মধ্যে অনেক সেনার মৃতদেহই ঘাঁটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
অভিযান শেষে ঘাঁটি থেকে মুজাহিদগণ ৫টি সাঁজোয়া যান ও একটি সামরিক ট্রাক জব্দ করেন, যা ছিলো খাবার ও সামরিক সরঞ্জাম দ্বারা পরিপূর্ণ। এছাড়াও মুজাহিদগণ ঘাঁটিটি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন।
সামরিক ঘাঁটি ও শহর বিজয়ের পর শত্রু বাহিনী থেকে উদ্ধার করা অস্ত্রের বিশাল বড় মজুদের কিছু দৃশ্য…
আলহামদুলিল্লাহ
আল্লাহ এ ধারা অব্যাহত রাখুন। সর্বত্র হকপন্থি মুজাহিদিনের বিজয় ত্বরান্বিত করুন। আমিন।
Alhamdulillah Anek Sundar