• গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার খান ইউনিসে নাসের হাসপাতালের প্রসূতি সেবাদান ভবনে স্বাস্থ্য কর্মী, রোগী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বন্দী করছে এবং জিজ্ঞাসাবাদ করছে জায়োনিস্ট বাহিনী। নাসের হাসাপাতালে অক্সিজেনের সাপ্লাই বন্ধ করে দেওয়া এবং বিদ্যুৎ ঘাটতি সৃষ্টির কারণে ইতোমধ্যে ৫ জন মারা যাওয়ার সংবাদ এসেছে।
• গাজায় সন্ত্রাসবাদী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৮,৭৭৫ জন ফিলিস্তিনি।
• গাজায় ফিলিস্তিনিরা বেঁচে থাকার জন্য পশুদের খাবার খেতে বাধ্য হচ্ছে।
• আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা দখলীকৃত আসকালান এবং জিকিমে রকেট হামলা চালিয়েছেন
• আল-আকসা শহীদি ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেড যৌথভাবে গাজার পশ্চিমে আরাফাত শহরে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টার হামলা চালিয়েছেন।
• খান ইউনিসের পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টার হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।
• দখলীকৃত আশদোদের কাছে কিরিয়াত মালাচিতে বাস স্টেশনে জায়োনিস্ট দখলদারদের উপর গুলিবর্ষণ করেছেন একজন ফিলিস্তিনি মুসলিম। এতে অন্তত ২ দখলদার নিহত এবং আরও ৪ জায়োনিস্ট আহত হয়েছে।