• পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে গ্রেফতার অভিযান চালিয়েছে জায়োনিস্ট বাহিনী। এসময় তারা অন্তত ৩জন ফিলিস্তিনিকে গ্রেফতার করে নিয়ে গেছে।
• নাসের হাসপাতালে অক্সিজেন ও বিদ্যুৎ সেবা বন্ধ করে দিয়েছে জায়োনিস্ট বাহিনী। এতে এখন পর্যন্ত ৮জন মারা গেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
• ইয়েমেনের বাব-আল-মানদেব উপকূলে যুক্তরাজ্যের নিবন্ধিত একটি মালবাহী জাহাজে হামলা করা হয়েছে।
• রাফাতে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে শপথ করেছে জায়োনিস্ট নেতানিয়াহু।
• পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে জায়োনিস্ট বাহিনী ২জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
• জায়োনিস্ট বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৮,৯৮৫ জন ফিলিস্তিনি।
১৮ ফেব্রুয়ারি ইহুদি-জায়নবাদী জোটের উপর মুজাহিদদের হামলার কিছু ঘটনা:
মুজাহিদিন ব্রিগেড:
🔻 খান ইউনিসের পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে সায়ের রকেট হামলা চালিয়েছেন।
উমার আল-কাসিম বাহিনী:
🔻 খান ইউনিসের পশ্চিমে নাসের হাসপাতালে উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর সামরিক যানে আরপিজি এবং উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন।
আল-আসিফাহ বাহিনী:
🔻আল-বুরেইজ ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানের উপর রকেট হামলা চালিয়েছে।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 মধ্য গাজা উপত্যকার আল-বুরেইজ ক্যাম্পের পূর্বাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর উপর ৬০মিমি মর্টার হামলা চালানো হয়েছে।
🔻 গাজার উত্তরপূর্বাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর সৈন্য ও গাড়িকে লক্ষ্য করে ১০৭মিমি রকেট হামলা চালিয়েছেন।
🔻গাজা শহরের দক্ষিণে জায়োনিস্ট সাপ্লাই লাইনকে টার্গেট করে ১০৭মিমি রকেট হামলা চালিয়েছেন।