• রাফাহতে বিমান হামলা চালিয়ে শিশুসহ অন্তত ৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• বন্দীদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি আলোচনা চালিয়ে যেতে সামনে আবারও দোহায় সফর করবে জায়োনিস্ট প্রতিনিধিরা।
• ইয়েমেনে ১৮টি অবস্থানে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাহিনী পশ্চিমা মিত্রদের সাহায্য নিয়ে ইয়েমেনের ১৮টি হুতি টার্গেটে হামলা চালিয়েছে।
• গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হতাহত করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• রমজানে মুসলিমদেরকে আল-আকসা মসজিদে প্রবেশ করতে না দেওয়ার পরিকল্পনা করেছে জায়োনিস্ট ইসরায়েল। ইসরায়েলের এই পরিকল্পনার ব্যাপারে সতর্ক করেছে হামাস।
• জায়োনিস্ট ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৯,৬০৬ জন ফিলিস্তিনি।
• ২৪শে ফেব্রুয়ারি ইসরায়েলি দখলদার বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻 গাজার জায়তুন এলাকার দক্ষিণে তানডেম রকেট দিয়ে একটি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন।
🔻 জায়তুন এলাকায় কাসসাম ঘুল রাইফেল দিয়ে এক জায়োনিস্ট অফিসারকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
🔻 জায়তুন এলাকার দক্ষিণে একটি শুয়াথ বিস্ফোরক ডিভাইস দিয়ে জায়োনিস্ট এপিসি ধ্বংস করেছেন। হতাহত শত্রুসৈন্যদের উদ্ধারে জায়োনিস্ট হেলিকপ্টার এগিয়ে আসতে বাধ্য হয়।
আল-কুদস ব্রিগেড:
🔻খান ইউনিস ও জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে রকেট ও মর্টার হামলা চালিয়েছেন।
🔻 গাজা শহরের দক্ষিণপূর্বে জায়তুন এলাকায় আরপিজি দিয়ে একটি সামরিক যানে হামলা চালিয়েছেন।
🔻খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা এলাকায় জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানে হামলা করেছেন। এসময় হামলায় ব্যবহার করেছেন মেশিনগান, ট্যাংক বিধ্বংসী রকেট এবং অ্যান্টি-পার্সনেল রকেট।
🔻গাজা শহরের দক্ষিণে জায়তুন এলাকায় জায়োনিস্ট সামরিক যানে আরপিজি শেল দিয়ে হামলা করেছেন।
🔻 আবাসান আল-কাবিরা এলাকায় একটি জটিল হামলা চালিয়েছেন আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা। প্রথমে জায়োনিস্ট সামরিক বুলডোজারে একটি বুরাক বিস্ফোরক ডিভাইস দিয়ে এবং জায়োনিস্ট মারকাভা ট্যাংকে তানডেম রকেট দিয়ে হামলা করেছেন। এরপর যোদ্ধারা সামনে অগ্রসর হয়ে জায়োনিস্ট ট্যাংকে হামলা চালিয়ে এর ভেতরে থাকা জায়োনিস্ট সৈন্যকে খুব কাছ থেকে হত্যা করেছেন।
আল-আকসা ব্রিগেড:
🔻 জায়তুন এলাকায় আরপিজি দিয়ে একটি জায়োনিস্ট সামরিক বুলডোজারে হামলা চালিয়েছেন।
🔻 জায়তুন এলাকার দক্ষিণে মর্টার শেল এবং স্বল্প দূরত্বের রকেট দিয়ে জায়োনিস্ট সামরিক যানে এবং সৈন্যদের উপর হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমে জায়োনিস্ট সামরিক যানে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছে সেটি ধ্বংস করেছেন।
🔻 খান ইউনিস এবং জায়তুন এলাকায় জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানের উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 আল-কুদস ব্রিগেডের সাথে যৌথ অপারেশনে খান ইউনিসের পশ্চিমে তাইবাহ টাওয়ারের কাছে জায়োনিস্ট ৬ সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন। তারা নিজেদের সামরিক যানের ছাদে অবস্থান করেছিল।
🔻 জায়তুনের দক্ষিণে জায়োনিস্ট সামরিক যানের সমাবেশে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।
🔻 গত ৯৬ ঘণ্টায় জায়োনিস্ট বাহিনীর উপর ১৭টি সামরিক অপারেশন চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড। এতে ২০ জায়োনিস্ট সৈন্য নিহত ও আহত হয়েছে।