‘সব মার্কিন প্রেসিডেন্ট শান্তি চায় কিন্তু শুরু করে যুদ্ধ’

0
1336
‘সব মার্কিন প্রেসিডেন্ট শান্তি চায় কিন্তু শুরু করে যুদ্ধ’

যুক্তরাষ্ট্ররে সব প্রেসিডেন্ট শান্তির কথা বলে কিন্তু যুদ্ধ শুরু করে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছে আমেরিকার প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ডেনিস এটলার। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকার স্বার্থ নিয়ে কাজ করেছেন।

ক্যালিফোর্নিয়ার ক্যাব্রিলো কলেজের নৃ-বিজ্ঞানের সাবেক এ অধ্যাপক বলেন, সিরিয়া এবং ইরাকে অব্যাহতভাবে মার্কিন সেনারা যে দখলদারিত্ব কায়েম করে রেখেছে তা আন্তর্জাতিক সমস্ত রীতি-নীতি ও আইনের লংঘন। সিরিয়া সরকার এবং ইরাকের দেশপ্রেমিক শক্তিগুলো বারবার মার্কিন সেনাদের চলে যাওয়ার কথা বলেছে; তারপরেও তারা সেখানে দখলদারিত্ব কায়েম করে রেখেছে। মার্কিন সেনাদের এই দখলদারিত্বের কোন বৈধতা নেই।

ডেনিস এটলার বলেন, সিরিয়া এবং ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে যে প্রতিরোধ চলছে তা মোটেই বিস্ময়কর কিছু নয়। প্রতিটি দেশের জনগণের নিজেদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার থাকে।

সিরিয়া এবং ইরাকে মার্কিন সেনারা যে হামলা চালাচ্ছে তার কড়া সমালোচনা করেন আমেরিকার এ বিশ্লেষক। তিনি বলেন, আমেরিকার প্রতিটি প্রেসিডেন্ট শান্তির কথা বলেছে কিন্তু তারা যুদ্ধ শুরু করেছে।

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে ক্রুসেডার সন্ত্রাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছে তাকে পাগলামি বলে মন্তব্য করেন ডেনিস এটলার।

সূত্র: পার্সটুডে

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে বিপর্যয়ের বছর
পরবর্তী নিবন্ধপ্রভাবশালীদের স্থাপনা রেখে ছোট স্থাপনা উচ্ছেদ করলো কথিত সরকারি বাহিনী