নিজেদের নেতাকর্মীদেরকেই পেটাল সন্ত্রাসী ছাত্রলীগ

0
1074
নিজেদের নেতাকর্মীদেরকেই পেটাল সন্ত্রাসী ছাত্রলীগ

রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভা এলাকায় দুই যুবলীগ নেতাকর্মীকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসী ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মোল্লাপাড়া নতুন ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চারঘাট ইউসুফপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তুষার আলী সম্রাট (২৮) এবং যুবলীগ কর্মী মারুফ খন্দকার সোহাগ (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে যুবলীগ নেতা সম্রাট ও কর্মী সোহাগ মোটরসাইকেলে বেলঘরিয়া এলাকায় যাচ্ছিলেন। মোল্লাপাড়া ব্রিজের উপরে তারা পৌঁছালে কাঁটাখালি পৌরসভা সন্ত্রাসী ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ আলীর নেতৃত্বে ৭-৮ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এ সময় বাঁশের লাঠি ও লোহার পাইপ দিয়ে তাদের বেধড়ক পেটানো হয়।

এরপর সম্রাট এবং মারুফকে উদ্ধার করে স্থানীয়রা রামেক হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সম্রাটের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

সুত্রঃ যুগান্তর

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় মালাউন পুলিশের মুসলিমবিরোধী নৃসংসতা, ছেলের সামনে বাবাকে হত্যা
পরবর্তী নিবন্ধপাক মুরতাদ বাহিনীর উপর তেহরিকে তালেবানের ক্ষেপণাস্ত্র হামলা।