বিশ্ববাসী যখন করোনা নিয়ে ব্যস্ত তখনও নগর দখলের যুদ্ধমহড়া চালাল ক্রুসেডার আমেরিকা এবং ইউএই

0
1379
বিশ্ববাসী যখন করোনা নিয়ে ব্যস্ত তখনও নগর দখলের যুদ্ধমহড়া চালাল ক্রুসেডার আমেরিকা এবং ইউএই

সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা আবুধাবিতে যৌথ যুদ্ধমহড়া চালিয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যেই এ মহড়া চালানো হয়।

নেটিভ ফারি’২০ নামের এ মহড়া ইউএই’র রাজধানী আবুধাবির আল-হামারা সেনাঘাঁটিতে চালান হয়। ঘাঁটিতে কৃত্রিম ভাবে তৈরি একটি নগরী দখলের অনুশীলন করেছে যৌথ বাহিনী। কৃত্রিম নগরীতে বহুতল ভবন, আধুনিক ঘরবাড়ি, হোটেল, বিমানবন্দর, তেল শোধনাগার এবং কেন্দ্রীয় মসজিদসহ সব ধরণের ব্যবস্থা রাখা হয়েছিল। রিপোর্ট পার্সটুডের

মহড়ায় অংশ নেয়ার জন্য চার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়। মহড়ার মার্কিন সাঁজোয়া বহরের যানবাহনসহ সামরিক সরঞ্জাম পার্শ্ববর্তী দেশ কুয়েত থেকে আনা হয়। এ ছাড়া, ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়া থেকেও আনা হয়েছে এসব অনেক সামরিক সরঞ্জাম ।

২০০৮ সাল থেকে আমেরিকা এবং ইউএই নিয়মিত দ্বিবার্ষিক এ মহড়া চালিয়ে আসছে এবং এবারে এর ২০তম পর্ব অনুষ্ঠিত হলো।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়ামানে কথিত আরব জোটের আরেক বর্বরতা প্রকাশ করল হিউম্যান রাইটস ওয়াচ
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাস: ১ দিনে আমেরিকায় আক্রান্ত ১০ হাজার