আবারো যুক্তরাষ্ট্রে একদিনে ১৯শ জনের মতো মৃত্যু!

1
1413
আবারো যুক্তরাষ্ট্রে একদিনে ১৯শ জনের মতো মৃত্যু!

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৯১ জন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭০ হাজার।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নিউইয়র্ক শহরে করোনাভাইরাসের সংক্রমণে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার কেবল নিউইয়র্কেই মারা গেছেন ৫১৮ জন। এ ছাড়া শহরটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫২১।

নিউইয়র্ক শহরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৭৭৮ জন।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, শুধুমাত্র নিউইয়র্ক সিটিতেই এখন পুরো চীনের থেকে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। চীনে করোনাভাইরাসে ৮১ হাজার ৯০৭ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৬ জনের।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেনীতে করোনার ত্রাণের চাল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসী ছাত্রলীগ নেতা
পরবর্তী নিবন্ধজরুরী প্রয়োজনে বের হলেও সাধারণ জনগণকে মারধর কাউন্সিলরের