যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৯১ জন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭০ হাজার।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নিউইয়র্ক শহরে করোনাভাইরাসের সংক্রমণে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার কেবল নিউইয়র্কেই মারা গেছেন ৫১৮ জন। এ ছাড়া শহরটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫২১।
নিউইয়র্ক শহরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭ হাজার ৭২৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৭৭৮ জন।
দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, শুধুমাত্র নিউইয়র্ক সিটিতেই এখন পুরো চীনের থেকে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। চীনে করোনাভাইরাসে ৮১ হাজার ৯০৭ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৬ জনের।
আলহামদুলিল্লাহ, বিশ্বের এক নম্বর সুপার পাওয়ার 😆😆
সুপার পাওয়ার একমাত্র আল্লাহ।