নভেল করোনাভাইরাসের প্রকোপ সবজায়গাতেই। প্রতিনিয়তই হুহু করছে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এরপর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখার খবর এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চার দিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে। সচিব পর্যায়ের কর্মকর্তাদের ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে। খবরঃ আমাদের সময়
পরীক্ষায় কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মীদের ছাড়া অন্য কারও দেহে ভাইরাস পাওয়া যায়নি। ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা মঙ্গলবার সকালে ১৮ হাজার ৬০১ জনে দাঁড়িয়েছে, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র রাজ্য শীর্ষে আছে। এরপরই আছে রাজধানী দিল্লি। এখানে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে চার সপ্তাহ ধরে লকডাউনে আছে পুরো ভারত। আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।