ভারতে মূল্য বৃদ্ধির দাবিতে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ

0
665
ভারতে মূল্য বৃদ্ধির দাবিতে রাস্তায় ঢেলে দেয়া হচ্ছে দুধ

লিটার লিটার দুধ রাস্তায় ঢেলে নষ্ট করে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভারতের মহারাষ্ট্রের এমন কয়েকটি ছবি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কয়েক জন দুধের গাড়ি থেকে ক্যান নামিয়ে রাস্তায় ঢেলে দিচ্ছেন। মূলত দুধের দাম বৃদ্ধির দাবিতে এই প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে।

দীর্ঘ দিন ধরেই ভারতে দুধের দাম বৃদ্ধি করার দাবি করছেন দুধ-চাষিরা। তার উপর করোনাভাইরাসের জেরে আরও সমস্যা পড়েছেন তাঁরা। ফলে বেশ কিছু দিন ধরেই দুধের দাম বৃদ্ধির দাবিতে নতুন করে প্রতিবাদ করছিলেন স্বভিমানি শেটকারি সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, চাষিদের কাছ থেকে ন্যূনতম ২৫ টাকা প্রতি লিটারে দুধ কিনতে হবে।

মঙ্গলবার মহারাষ্ট্রের পশ্চিম অংশে সাঙ্গলি ও কোলহাপুর জেলায় বিক্ষোভ দেখানো হয়। ক্যান ও ট্যাঙ্কারের নল খুলে রাস্তায় দুধ ফেলে নষ্ট করা হয় পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে। দুধের জোগান আটকাতে তা রাস্তায় এ ভাবে ঢেলে দেওয়া হয়। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে মুরতাদ সেনাদের সমালোচক সাংবাদিক মাতিউল্লাহকে অপহরণ
পরবর্তী নিবন্ধসোমালিয়া | মুজাহিদদের ৫টি হামলায় ১ মন্ত্রীসহ অনেক ক্রুসেডার ও মুরতাদ সৈন্য নিহত ও আহত