ফিলিস্তিনে শহীদদের কবরস্থান ভেঙে ‘তাওরাত উদ্যান’ বানাচ্ছে ইসরাইল

0
1287
ফিলিস্তিনে শহীদদের কবরস্থান ভেঙে ‘তাওরাত উদ্যান’ বানাচ্ছে ইসরাইল

আল-কুদসের হাজার বছরের ঐতিহ্য ও স্মৃতি একের পর এক ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে ইজরাঈলি দখলদার কর্তৃপক্ষ৷ গ্রামের পর গ্রাম, শহরের পর শহর দখল করার পর এবার শহীদ ফিলিস্তিনের কবরস্থানের দিকে কুনজর দিয়েছে সাম্প্রদায়িক রাষ্ট্র ইসরাঈল৷

গতকাল অধিকৃত জেরুজালেমের পুরাতন শহর এবং আল-আকসা মসজিদের সাথে সংযোগের সিঁড়িগুলো গুড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল ফায়েজ৷

বিবৃতিতে তিনি বলেন, দখলদার সৈন্যদের লক্ষ্য হলো আরবদের পরিচয় মিটিয়ে দিয়ে ইহুদী রাজ্য প্রতিষ্ঠা করা৷

এদিকে ইসলামী অনুদান বিভাগের সাথে সম্পর্কিত কবরস্হান রক্ষণাবেক্ষণ কমিটির চেয়ারম্যান মোস্তফা আবু জুহরা এক বিবৃতিতে বলেন, শহীদদের কবরস্হানের আয়তন প্রায় ৪ হাজার বর্গমিটার৷ এতে শহীদানের কবর সহ বহু প্রাচীন স্মৃতিও রয়েছে৷ দখলদার ইসরাঈল কর্তৃপক্ষ কবরস্থানের দিকে যাওয়ার সিঁড়িগুলো ভেঙে দিয়েছে। এখন তারা শহীদদের কবরস্হানের জমিতে ” তাওরাত উদ্যান ” বানানোর পরিকল্পনা করছে৷

গত(১১ জানুয়ারি২০২১) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দখলদার দেশটির এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের শিক্ষামূলক ও সাংস্কৃতিক সংস্থার সিদ্ধান্তগুলির সুস্পষ্ট লঙঘন৷

তিনি দখলদারদের কর্তৃক এই ধ্বংস ও সহিংস কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে এই কর্মকান্ড বন্ধ করার জোর আহ্বান জানান৷

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস সাপ্তাহিকী || সংখ্যা : ৪৬|| জানুয়ারি ২য় সপ্তাহ, ২০২১ ঈসায়ী
পরবর্তী নিবন্ধভারতের চেয়ে দেড়গুণ বেশি দামে টিকা কিনছে বাংলাদেশ