সোমালিয়ায় তুরস্কের প্রশিক্ষিত ‘গরগর’ ফোর্স: অর্থ অপচয়কারী এবং অথর্ব এক সামরিক বাহিনী

4
1283
সোমালিয়ায় তুরস্কের প্রশিক্ষিত ‘গরগর’ ফোর্স: অর্থ অপচয়কারী এবং অথর্ব এক সামরিক বাহিনী

সোমালিয়ায় হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের অগ্রগতি রুখতে তুরস্ক এবং কাতার যৌথ প্রচেষ্টায় গড়ে তুলেছিল ‘গরগর ফোর্স’ নামের এক বিশেষায়িত সামরিক ইউনিট। তবে তাদের দেয়া এত অর্থ, সুযোগ-সুবিধা এবং উন্নত প্রশিক্ষণের পেয়েও নিজেদের অকেজো এবং অথর্ব হিসেবে বরাবরের মত প্রমাণ করে এসেছে এই গরগর ফোর্স।

অল্প কিছুদিন আগে এই ফোর্সের ৭ম ব্যাটালিয়ন অন্যান্য ব্যাটালিয়নগুলোর মত এরদোগানের সেক্যূলার তুরস্কে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে এসেছে। সব মিলিয়ে এই ফোর্সের সদস্য সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় ৩ হাজারে । কিন্তু এত লোকবল এবং উন্নত প্রশিক্ষণ পাওয়া স্বত্তেও মুজাহিদীনদের কাছ থেকে এখন পর্যন্ত একটি অঞ্চলও দখল করতে পারেনি তুরষ্কের প্রশিক্ষিত মুরতাদ এই বাহিনী।

যুদ্ধের ময়দানে অকেজো হলেও ফিতনা ফাসাদ ও অচলাবস্থা সৃষ্টিতে যথেষ্ট দক্ষতার প্রমাণ দিয়েছে এরা। জানসাধারণকে গুম, খুন, গুপ্তহত্যা, গ্রেফতার অথবা অন্য যেকোনোভাবে অরাজকতা সৃষ্টিতে এদের সিদ্ধহস্ত বলা যায়। সোমালিয়ায় শুধু মুরতাদ প্রেসিডেন্টের উদ্দেশ্য ও স্বার্থ হাসিল করার জন্য এর আগেও হাংগাশ, রেড বেরেট কিংবা এনএসএস এর মত যেসব ছদ্মবেশী পুলিশ ও গোয়েন্দা বাহিনী তৈরি করা হয়েছিল, এখন তুরষ্কের প্রশিক্ষিত এই ‘গরগর’ ফোর্সও ঠিক একই রকম একটি বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এদিকে আল-শাবাবের মুজাহিদীনরা এগিয়ে চলেছেন পূর্ণোদ্যমে। মুরতাদ গরগর বাহিনীর মত তাদের এত বেশি উন্নত অস্ত্র, অর্থ কিংবা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা না থাকলেও তাদের আক্রমণ ঠেকাতে সম্মিলিত মুরতাদ বাহিনী হিমশিম খাচ্ছে। আর এসব কথিত স্পেশাল ফোর্সের দূর্বলতা মুজাহিদীনদের জন্য বিরাট সুযোগ তৈরি করে দিচ্ছে। তাঁরা সহজেই এসব বাহিনীকে আক্রমণ করে হটিয়ে দিয়ে উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম গণিমত হিসেবে পাচ্ছেন। বর্তমানে তুরস্কের বানানো সাঁজোয়া যান ও অত্যাধুনিক রাইফেল আল-শাবাবের যোদ্ধাদের হাতে আসার অন্যতম কারণ এসব দূর্বল মুরতাদ বাহিনী।

সোমালিয়ায় শরীয়াহর সুশীতল আশ্রয় তৈরি করতে আল্লাহ্ তা’আলা মুজাহিদীনদের সকল ত্বাগুত এবং মুরতাদদের উপর বিজয় দান করুন, আমীন।

4 মন্তব্যসমূহ

    • জী ভাই। আপনি সূত্র উল্লেখ করে, নিউজের মধ্যে কোনো ধরণের পরিবর্তন করা ব্যতীত প্রচার করতে পারেন ইনশাআল্লাহ। সাথে ভাইদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন, যেন মুজাহিদ ভাইদের ওয়েবসাইটের প্রচার-প্রসার হয়।

      নোট: সিকিউর ইউটিউব হলে ভালো হয়। নাহয় -আল্লাহ না করুন- ত্বাগুত প্রশাসন অযথাই আপনাকে হয়রানি ও কারাবন্দি কর‍তে পারে। তাই প্রথমে পরিচিত, আত্মীয়স্বজনের মধ্যে মুজাহিদ ভাইদের ওয়েবসাইটগুলোর বেশি বেশি প্রচার-প্রসার করার অনুরোধ রইল।
      কেননা ইউটিউবে ভাইদের নিজস্ব চ্যানেল আছে, যেখানে এই নিউজগুলো নিয়মিত প্রচার করা হয়ে থাকে।

      ইউটিউব চ্যানেল নাম: AFN Radio

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে পাক-তালিবানের মাইন হামলায় ৫ মুরতাদ সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধঢাকায় বড় ধরণের ভূমিকম্পের শঙ্কা