৩০টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স

2
762
৩০টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স

ফ্রান্সে সরকারিভাবে একের পর এক মসজিদ বন্ধ করে দিচ্ছে। গত এক বছরে ফ্রান্স সরকার ৩০টির বেশি মসজিদ বন্ধ করেছে।

মুসলিম ও মসজিদের বিরুদ্ধে নেতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ইসলাম বিদ্বেষী ফ্রান্স সরকার। ফরাসি কর্তৃপক্ষের এমন পদক্ষেপের কারণে, ২০২০ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ৮৯ মসজিদ পরিদর্শন শেষে ৩০ মসজিদ বন্ধ করে দেয়া হয়।

মসজিদ বন্ধ করার বিষয়ে লে ফিগারো পত্রিকাকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এসব তথ্য দিয়ে দাবি করে, বিচ্ছিন্নতাবাদবিরোধী আইনে এসব মসজিদ বন্ধ করা হয়েছে। কথিত এ বিচ্ছিন্নতাবাদবিরোধী আইন প্রণয়নের আগেই ২৪ হাজার ধর্মীয় স্থান পরিদর্শন করে ৬৫০ ধর্মীয় স্থান বন্ধ করে দেয়া হয়।

এছাড়া দেশটির সার্তে, মুরথে-এট-মোসেল, কোট-ডি’অর, রোন ও গার্ড অঞ্চলে আরো ছয়টি মসজিদ বন্ধ করার হীন পরিকল্পনা রয়েছে।

কথিত এ বিচ্ছিন্নতাবাদ বিরোধী আইনের অযুহাতে মুসলিমদের কোনঠাসা করে ফেলা হয়েছে ফ্রান্সে। মানবতার ধ্বজাধারীরা মানবতা-মানবাধিকার বলে চিৎকার করলেও ফ্রান্সের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বরাবরই কার্যত নিশ্চুপ।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরও এক ফিলিস্তিনি যুবককে খুন করলো ইসরায়েল
পরবর্তী নিবন্ধবাহরাইন সফররত ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর ইসরাইলি দূতাবাস উদ্বোধন।